www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হ্যাঁলো

বলতে পারো,তোমায় দেখে এমন কেন হয়!
বুকের মাঝে দুরু দুরু লজ্জা ধুঁয়ে ক্ষয়।
তুমি আমি পাশা পাশি নইকো থুব দুরে,
কৃঞ্চ হয়ে বাজাই বাশি রাঁধার নৃত্য ঝড়ে।
মধ্যরাতে শিয়াল যখন ডাকে হুক্কা হুয়া,
ঘুমের ঘরে চমকে উঠি ভাবনা মনে সবই গেছে খোঁয়া।
হাস্ যখন ঠোট বাকিয়ে দুষ্টুমীটা চোখের কোনে রেখে,
হাজার গোলাপ বুকের মাঝে আপনা আপনি ফুটে।
বাতায়নে দাড়িয়ে যখন তোমার কথা ভাবি,
আপন পর সব ভূলে যাই তুমিই আমার সবই।
দুটি গ্লাসের জল যেমন রাখলে একটি গ্লাসে,
একই রূপে একই অঙ্গে যায় যে তারা মিশে।
আমিও ঠিক তাদের মতো তোমায় ভাল বেসে।
যখন তোমার দেখা না পাই কষ্ট বুকে শত,
দেখলে আবার রূপের আলোর র্পূনিমাতে হারিয়ে যায় ক্ষত।
এমনি করেই সারাটি দিন তোমাই নিয়ে ভাবি
বলতে পারো, আমার মাঝে কে জড়ালো তোমার মনের ছবি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন!
  • দ্বীপ সরকার ১৯/০৬/২০১৫
    নাইস।
  • সংকর অনার্য ১৮/০৬/২০১৫
    সুন্দর। বানানে বেশ অশুদ্ধি রয়েছে।
  • নিরঝরা ১৮/০৬/২০১৫
    true love
  • মোবারক হোসেন ১৮/০৬/২০১৫
    ধন্যবাদ।
  • T s J ১৭/০৬/২০১৫
    Nice poem
 
Quantcast