www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অমর একুশে গ্রন্থমেলা এবং তারুন্য ব্লগের ব্লগারদের বই

বছর ঘুরে আবার ফিরে এল ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস, বাঙ্গালির প্রানের মেলা বই মেলার মাস। বই পাগল কিছু মানুষ সারা বছর অপেক্ষায় থাকে এই বই মেলার। বই পাগল মানুষগুলোর কাছে নতুন বইয়ের ঘ্রান যেন নবান্নের নতুন ফসলের ঘ্রানের মতই। সেই প্রতিক্ষার অবসান ঘটিয়ে আবার ফিরে এসেছে আমাদের প্রানের মেলা । পাঠক- লেখকের পদচারনায় মুখরিত এখন বই মেলা।

বই প্রকাশে তারুন্য ব্লগের ব্লগাররাও পিছিয়ে নেই। প্রায় প্রতিটি ব্লগ প্লাটফরম তাদের ব্লগের ব্লগারদের প্রকাশিত বইয়ের প্রমোট করছে সেখানে তারুন্য ব্লগে এ ধরনের উদ্যোগ এখনও চোখে পড়েনি। তাই তারুন্য ব্লগের ব্লগারদের প্রকাশিত বই নিয়ে লিখার প্রয়াস করলাম। আমার একার পক্ষে সবার সম্পর্কে জানা সম্ভব নয়। যে সকল ব্লগারদের বই একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হচ্ছে দয়াকরে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।




বইয়ের নাম - ভূতের পেটে টুনির বাসা
লেখক - সুমাইয়া বরকতউল্লাহ্‌
প্রকাশক : সাহস পাবলিকেশন্স
প্রাপ্তি স্থান -  স্টল নং - ১৬৯
বইয়ের ধরণ - ছোট গল্প
ব্লগার লিংক - সুমাইয়া বরকতউল্লাহ্‌



বইয়ের নাম - তারা জ্বলে কথা বলে
লেখক - আমিনুল ইসলাম মামুন
প্রকাশক - তুষারধারা
বইয়ের ধরন - শিশুতোষ ছড়াগ্রন্থ
প্রাপ্তি স্থান -  লিটলম্যাগ কর্ণারে তুষারধারা’র স্টলে
প্রতিভা প্রকাশ  - স্টল নং-২৩৪

সিদ্দিকীয়া  পাবলিকেশন্স
প্রজ্বলন - স্টল নং - ৩২৯
রকমারি ডট কম - http://www.rokomari.com/book/76066
ব্লগার লিংক - আমিনুল ইসলাম মামুন




বইয়ের নাম - তুমি আমার প্রথম কবিতা
লেখকের নাম - মাসউদুর রহমান খান এবং অন্যান্য লেখকবৃন্দ।
(  প্রায় দুই শতাধিক কবির প্রথম কবিতা নিয়ে কাব্যগ্রন্থ)
সম্পাদনা - মোজাম্মেল প্রধান এবং সৈয়দ সিমান্ত।
প্রকাশক - সাহিত্যকাল।
বইয়ের ধরণ - কাব্যগ্রন্থ।
প্রাপ্তি স্থান - ছায়াবীথি , স্টল নং ১০৪
( সোহরাওয়ার্দি উদ্যান অংশে )
ব্লগার লিংক - মাসউদুর রহমান খান




বইয়ের নাম - দুঃখবোধের সরলতা।
লেখকের নাম - কবীর হুমায়ূন।
প্রকাশক -  শুভ্র প্রকাশ।
বইয়ের ধরণ-
প্রচ্ছদ- আহসান হাবিব
প্রাপ্তি স্থান - বইমেলা,২০১৪-এর স্টল নং-৪২৮/৪২৯
(সোহরাওয়ার্দী উদ্যান)
মূল্য - ১০০ টাকা।
ব্লগার লিংক - কবীর হুমায়ূন




বইয়ের নাম - দুই বন্ধু ও মেকাও পাখির ভালোবাসা।
লেখকের নাম - সুমাইয়া বরকতউল্লাহ্‌।
প্রকাশক - সাহস পাবলিকেশন্স।
প্রাপ্তি স্থান -  স্টল নং - ১৬৯ ( সোহরাওয়ার্দী উদ্যান )।
বইয়ের ধরণ - ছোট গল্প
ব্লগার লিংক - সুমাইয়া  বরকতউল্লাহ্‌




বইয়ের নাম - একটি প্রজাপতির মৃত্যু।
লেখকের নাম - আবীর ইমন।
প্রকাশক -   জাগৃতি প্রকাশনী ।
প্রাপ্তি স্থান -
বইয়ের ধরণ - কবিতা।
ব্লগার লিংক -  আবির ইমন

রকমারি ডট কম - http://rokomari.com/book/76793
----------------------------------------------------------------------------

আপডেট -

মোড়ক উম্মোচন-
১৪/০২/২০১৪ বইমেলার নজরুল মঞ্চে কবীর হুমায়ূন এর বই  "দুঃখবোধের সরলতা" এর মোড়ক উম্মোচন করেন ডঃ মুহম্মদ জাফর ইকবাল।




আপডেট চলবে....................................
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৩৭৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল উদ্যোগ ছিল।
  • জহির রহমান ১৫/০২/২০১৫
    এবারের তালিকাটা মিস করছি...! :(
  • আরজু নাসরিন পনি ২২/০২/২০১৪
    কার কার বই এলো হিসেব রাখতে প্রিয়তে নিয়ে রাখলাম ।
  • আরজু নাসরিন পনি ২২/০২/২০১৪
    পোস্টটা দেখে খুব ভাল লাগল প্রবাসী ।

    ব্লগার "আবীর ইমন" এর বই এসেছে "প্রজাপতির মৃত্যু"
    প্রচ্ছদটা রকমারীতে দেখতে পারেন ।
    http://rokomari.com/book/76793
    • প্রবাসী পাঠক ২২/০২/২০১৪
      তথ্য দিয়ে সহায়তা করার জন্য কৃতজ্ঞ আপনার প্রতি।

      আপনার সামুর পোস্টটিই আমার এই পোস্টটি দেয়ার অনুপ্রেরণা ছিল।
  • কবীর হুমায়ূন ১৬/০২/২০১৪
    ছবি আপলোড করা যায় কিভাবে? আমার প্রথম কাব্যগ্রন্থ ' দুঃখবোধের সরলতা'। মোড়ক উন্মোচনের ছবির লিঙ্কসহ দেয়া হলো।
    • প্রবাসী পাঠক ১৬/০২/২০১৪
      তথ্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তারুন্যে সরাসরি ছবি আপলোড হয় না। প্রক্সি থেকে আপলোড দিতে হয়।
  • কবীর হুমায়ূন ১৬/০২/২০১৪
    https://www.facebook.com/photo.php?fbid=605322132876093&set=a.177023975705913.43052.100001949360348&type=1&theater
    'দুঃখবোধের সরলতা'-এর মোড়ক উন্মোচন করেছেন মুহম্মদ জাফর ইকবাল।
    স্থান- নজরুল মঞ্চ ( বাংলা একাডেমী চত্বর)
    তারিখ-১৪-০২-২০১৪।
    সময়- সন্ধ্যা ০৫-৩০ (প্রায়)
    https://www.facebook.com/photo.php?fbid=604714796270160&set=a.177023975705913.43052.100001949360348&type=1&theater
    প্রকাশক- শুভ্র প্রকাশ
    বইমেলা,২০১৪-এর স্টল নং-৪২৮/৪২৯
    (সোহরাওয়ার্দী উদ্যান)
    প্রচ্ছদ- আহসান হাবিব
    মূল্য- ১০০ টাকা।
    • প্রবাসী পাঠক ১৬/০২/২০১৪
      দুঃখিত কবীর ভাই। আপনার বইয়ের তথ্য আপডেট করতে দেরি হয়ে গেল। তারুন্যে আপনার একাউন্ট আছে এইটা আমার জানা ছিল না।
      তথ্য এবং ছবি আপডেট করে দেয়া হয়েছে। অনেক অনেক শুভ কামনা রইল ।

      ** বাংলা একাডেমী চত্তরে- দিনরাত্রি প্রকাশনী তে কি আপনার বইটি পাওয়া যাচ্ছে? যদি পাওয়া যায় তাহলে একটু জানাবেন। তাহলে ঐ তথ্যটা আপডেট করে দেব।
  • ইসমাত ইয়াসমিন ১৪/০২/২০১৪
    সুন্দর পোস্ট। ধন্যবাদ লেখকদের, সাথে প্রবাস ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই পোস্টটার জন্য।
  • ধন্যবাদ, প্রবাসী পাঠক ভাই।
    ছবি আমার ফেসবুকে দেয়া আছে,
    লিংক - https://www.facebook.com/photo.php?fbid=761629643847231
  • সুন্দর উদ্যোগ। নিয়মিত আপডেট চাই।
    • প্রবাসী পাঠক ০৯/০২/২০১৪
      সম্ভবত এ বছর এই দুজন ব্লগাররের বইই প্রকাশিত হচ্ছে। তাই আর কোন নতুন বইয়ের আপডেট দিতে পারছি না।

      দেশে থাকাকালীন সময় প্রতিবারই মেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছি। সেই সৃতিগুলো খুব মনে পরে। যারা মেলায় গিয়েছেন অথবা যাবেন তারা যদি মেলার কিছু ছবি নিয়ে পোস্ট করেন তাহলে অনেক ভাল লাগবে।
      • আমার লেখা প্রথম কবিতা- "স্মৃতিতে সেই সময়" কবিতাটি প্রায় দুই শতাধিক কবির প্রথম কবিতা নিয়ে মোজাম্মেল প্রধান ও সৈয়দ সিমান্ত সম্পাদিত "তুমি আমার প্রথম কবিতা" কাব্যগ্রন্থে আসছে ১৪ ফেব্রুয়ারি, অমর
        একুশে গ্রন্থমেলা ২০১৪ এ!

        বইটি ১৪ই ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে-
        ঢাকা বইমেলা, সোহরাওয়ার্দি উদ্যেন,
        ছায়াবিথী, ১০৪ নং স্টলে ।
        প্রকাশক - সাহিত্যকাল

        ছবি সংযুক্ত করতে পারছি না! :-(
        • প্রবাসী পাঠক ১০/০২/২০১৪
          অনেক অনেক অভিনন্দন মাসউদুর ভাই। আর ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।

          ****
          বইয়ের প্রচ্ছদের ছবিটা নেটে কোথাও আপলোড দেয়া থাকলে লিংকটা দিন আমি পোষ্টে আপডেট করে দিচ্ছি। আর নেটে যদি না থাকে
          www.imgur.com এ একটি একাউন্ট খুলে আপনার কম্পিউটার থেকে এখানে আপলোড দিন। আপলোড করা ছবিটাতে ক্লিক করলে দেখবেন একটা নতুন বক্স আসবে। সেখান থেকে ছবির ডিরেক্ট লিংক টা কপি করে কমেন্টে লিখুন । বাকি কাজ আমি করে নেব।
  • অভিনন্দন প্রিয় লেখক লেখিকা কে।
  • পাগলা ০৭/০২/২০১৪
    সুন্দর পোস্ট! আরও কারও বই থাকলে এখানে আপডেট করুন প্লিজ।
    • প্রবাসী পাঠক ০৭/০২/২০১৪
      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। চেষ্টা করছি খুঁজে দেখার আর কারও বই কি প্রকাশিত হচ্ছে কিনা? খুঁজে পেলে অবশ্যই আপডেট করে দেব।
  • প্রবাসী পাঠক ০৬/০২/২০১৪
    ধন্যবাদ জ্ঞাপন করছি ব্লগের এডমিনকে পোস্টটি স্টিকি করার জন্য।
  • অনিত্য ০৫/০২/২০১৪
    অত্যন্ত চমৎকার উদ্যোগ!! এই ব্লগে বাকি সবার প্রকাশিত বইগুলোরও আপডেট চাই শিঘ্রই। এছাড়া তারুণ্যের এডমিনদের অনুরোধ করবো এই পোস্টটি স্টিকি করে দেয়ার জন্য।

    তারুণ্যের যাদের বই এই বইমেলায় প্রকাশিত হয়েছে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন রইলো।
    • প্রবাসী পাঠক ০৫/০২/২০১৪
      মন্তব্যের জন্য ধন্যবাদ অনিত্য। চেষ্টা করছি খুঁজে বের করতে আর কোন কোন ব্লগারদের বই এই বই মেলায় প্রকাশিত হচ্ছে।
      তথ্য পাওয়া মাত্র আপডেট করে দেব।

      তারুন্য ব্লগের যাদের বই এই বই মেলায় প্রকাশিত হচ্ছে তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।
      • প্রবাসী পাঠক, ভাইায়াকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুন।
        • প্রবাসী পাঠক ০৬/০২/২০১৪
          সুমাইয়া অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
        • 'ভূতের পেটে টুনির বাসা' গ্রন্থটির জন্য শুভ কামনা রইল।
          • প্রবাসী পাঠক ০৬/০২/২০১৪
            অনেক ধন্যবাদ আমিনুল ভাই।
            "ভূতের পেটে টুনির বাসা" এবং "তারা জ্বলে কথা বলে" ২ টি গ্রন্থ এবং লেখকের জন্য অনেক অনেক শুভ কামনা।
 
Quantcast