www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন এক টুকরা ফসলি জমিন

বৃষ্টি বড় হয়েছে । এখন সে নিজেই ফুল কিনে আনে পাইকারি দোকান হতে। স্টেশনের বকুল ফুল গাছও এখন অনেক বড় হয়েছে এবং প্রচুর ফুলও ফোঁটে। ভোর বেলায় গাছের নিচ থেকে বকুল ফুল কুড়িয়ে আনে বৃষ্টি আর মা সেই ফুল দিয়ে সুন্দর করে মালা গেঁথে নিয়ে যায়। যেদিন মার শরীর খারাপ থাকে সেইদিন বৃষ্টি নিজে সুন্দর করে মালা গেঁথে বিক্রি করতে রাস্তায় বাহির হয়।

জীবন বড়ই অদ্ভুত। অধিকাংশ বৃষ্টিরা অগোচরেই ঝরে যায়। হুমায়ুন আজাদের কথাটি মনে পড়ে বারবার। বিশ্বের শ্রেষ্ঠ মানুষকেও শুভেচ্ছা-অভিনন্দন জানাতে আমরা ফুল নিয়ে হাজির হই। এই বৃষ্টিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুল হাতে যায়। তবে শখ করে নয়, অভিনন্দন জানাতেও নয়। পেটের দায়ে ফুল বিক্রি করতে। তাদের কারো বাবা নেই, কারো আবার মা নেই।অধিকাংশ ফুল বিক্রেতাই হয়ে থাকেন পথশিশু এবং অস্বচ্ছল পরিবারের।

বৃষ্টি ইচ্ছে করলে ভিক্ষা করে দুই হাত বাড়িয়ে টাকা নিতে পারত। কিন্তু মায়ের শিক্ষা ভিক্ষা করা যাবে না। বৃষ্টির মত ফুল বিক্রেতা শিশুরা কাকডাকা ভোরে বের হয়। কাকডাকা ভোরে বের হলেও বেলা ১১/১২টায় পাউরুটি কিংবা অন্য কিছু খায় । দুপুরে প্রায় দিনেই না খেয়ে থাকে। রাস্তায় লোকজন যদি কিছু দেয় তা হলে তা খায়। রাতে একবারে বস্তিতে গিয়ে ভাত খায়। এই ছোট্ট শিশুরা একমাত্র কোরবানি ঈদে গরুর মাংস খেতে পারে। মাসে একবার বা দুইবার মাছ দিয়ে ভাত খায়। সবসময় সবজি দিয়ে ভাতই জোটে তাদের কপালে। ফুল বিক্রি করতে গিয়ে অনেক সময় ক্রেতাদের কাছ থেকে ধমক খায়। কেউ আবার চড়-থাপ্পড়ও মারে। কেউ কাজের জন্য বাসায় নিতে চায়। কেউবা খারাপ কথা বলে।

সড়কে ট্রাফিক সিগন্যালে গাড়ি থামলেই যাত্রীর সামনে আবদার- ‘একটা ফুল নেন স্যার।’ জীবন-বাস্তবতায় শিশুদের কিছু বুঝে ওঠার আগেই নামতে হয়েছে উপার্জনে। কারও হাতে গোলাপ, কারও হাতে বেলি কিংবা বকুল ফুলের মালা।
২০২৪ সালের ইউনিসেফের জরিপ অনুযায়ী, বাংলাদেশে পথে বসবাসরত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ লাখ। যাদের ৭০ ভাগই বড় বড় শহরের বিভিন্ন স্থানে বসবাস করে। শহরের ব্যস্ত রাস্তায় প্রতিনিয়তই এই শিশুদের দেখা মেলে, কিন্তু তদের সংগ্রামমুখর জীবন অনেকের কাছেই থেকে যায় অজানা। অসহায় এই শিশুদের জীবনে নিত্য সঙ্গী হলো অবহেলা ও নির্যাতন।

শিশুদের সংগ্রামমুখর জীবনের ট্রমা তাদের বেঁচে থাকাকে আরও দুর্বিষহ করে তোলে।
ট্রমা ঠেলে দেয় বিপদে। ট্রমা থেকে মুক্তি পেতে বেশির ভাগ শিশু নেশায় জড়িয়ে পড়ে। আবার অনেক সময় পথশিশুরা শিকার হয় ধর্ষণের।

গল্পঃ অন্যের সৌন্দর্যের অলংকার অলংকরণ। (৩)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ২৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast