পোয়াতী রাজনীতি
আহ্ দেশ!
মানুষ মরে অভাবে
রাস্তার নিরীহ কুকুর
হাঁস খায় ওয়েষ্টিনে
হারামে আরাম বৃদ্ধ আশ্রম
তোশক তুলে রাখো সাথে নিতে
পানি খাও পাথর খাও মা মাটি
সব খাও ।
মব সেজে ঢোল বাজাও
ভিখারি হতে রাজা হও
তসবি হাতে সেজদা লাগাও
কাজ হবে না কিছুইতে
বৃদ্ধ হলে খোঁজতে হবে আশ্রয়টা
কোথায় যে।
মানুষ মরে অভাবে
রাস্তার নিরীহ কুকুর
হাঁস খায় ওয়েষ্টিনে
হারামে আরাম বৃদ্ধ আশ্রম
তোশক তুলে রাখো সাথে নিতে
পানি খাও পাথর খাও মা মাটি
সব খাও ।
মব সেজে ঢোল বাজাও
ভিখারি হতে রাজা হও
তসবি হাতে সেজদা লাগাও
কাজ হবে না কিছুইতে
বৃদ্ধ হলে খোঁজতে হবে আশ্রয়টা
কোথায় যে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৪/০৯/২০২৫খুবিই সত্যি কথা।
-
নাদেরা ফারনাছ শিমূল ০৫/০৯/২০২৫বাস্তবাদী কবিতা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৮/২০২৫সুন্দর কাব্য
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৮/২০২৫দারুণ
-
ইকরামুল শামীম ২৬/০৮/২০২৫সমসাময়িক বিষয়ে প্রতিবাদের জন্য রইলো কৃতজ্ঞতা। শুভেচ্ছা জানবেন।