www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আরো গভীর করে ছুঁয়ে দাও

তারপর আরো গভীর করে তোমায়
স্পর্শের জন্য দু'হাত বাড়াই,
কাছে টানি, এত কাছে যে ইতিপূর্বে
কোন কুমারী মেয়ের অতটা কাছে
আমার যাওয়া হয়নি।

গভীর করে জড়িয়ে থাকি দুজন
যেন নদীর মধ্যে আরেক নদী,
যেন আকাশের ভেতর লুকিয়ে থাকা
আর এক সুনীল আকাশ।

তোমার বুকে জাগ্রত পৃথিবীর সবসুখ
লেপ্টে থাকে আমার ছোট্ট এই
দুরু-দুরু বুকে!
সারা শরীরে আমার হাওয়া বয়ে যায়।
এই অনুভবের শিরোনাম জানিনা
চোখ বুঝে থাকি পরম পুলকে।

তারপর ঠোঁট দুটো কখন ছুঁয়ে ফেলে
তোমার আধো কম্পিত অধর
টের পাইনি। ইতিপূর্বে না পাওয়া
একটা নতুন অনুভবের সাথে
পরিচিত হই-এর ভাষা বুঝিনা।

নিজের ভেতর টের পাচ্ছি কিছু একটা
ঘটে যাচ্ছে, স্পষ্ট বলতে পারছিনা
তোমাকে এমন করে কাছে পাবার পর
কি ছিল সেই অনুভব।

তারপর ছেড়ে না যেতে যেতেই যেন
ভেঙ্গে পড়ে নদী, নক্ষত্র খসে পড়ে
আকাশ থেকে,
ঘূর্ণিঝড়ে ধুলোমলীন সারা পৃথিবী।

বহমান স্রোত যেন থমকে যায়,
বরফ নদী, জেগে ওঠে চর, কেঁপে
ওঠে বুকের মাটি।

পুস্প গালিচা নয় চারিদিকে ভুতুরে নগরী
ঘোর অন্ধকার, অলস পৃথিবী।

এই স্পর্শটুকু ভুলতে পারিনা ভুলেও।
এই পুলকটুকু হারাতে চাইনা মহাকালেও।

আরো গভীরতা চাই, আরো গভীর করে
আমায় ছুঁয়ে দাও, আরো গভীর করে
জড়িয়ে রাখো তোমার মায়ময়
স্নিগ্ধ বুকের গভীরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ২৪/০৯/২০১৩
    valo lagay mon chhuye gelo....!
  • সহিদুল হক ২১/০৯/২০১৩
    একটা নতুন--------ভাষা বুঝি না" এই লাইন দুটো কাব্যোপ্যোগী হয় নি।
    ----অনাস্বাদিতপূর্ব এই নতুন অনুভূতি
    ভাষায় বোঝানো যায় না' --এই ধরণের কিছু হলে ভাল হত।
  • রোদের ছায়া ২১/০৯/২০১৩
    অসাধারণ। সত্যি খুব খুব ভালো লাগলো। অনুভূতির প্রকাশটা দারুন হয়েছে।
  • রাসেল ভাই অসাধারণ তোমার কবিতা, এখানেও সাতাণুচরণ দু।একটা পোষ্ট করো
  • Înšigniã Āvî ২০/০৯/২০১৩
    দুর্দান্ত
 
Quantcast