www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই গ্রহে

তেমন তো কিছুই নেই এই গ্রহে বহু বছর
বছর বছর বেঁচে থাকার মতো মোহময় কিছু
কেবল মানুষের ভালোবাসাটুকু ছাড়া।
‌ঐ ভালোবাসার লোভটুকুই বারবার
আমায় নিয়ে যায় টেনে পৃথিবীর কাছে।

মানুষে মানুষে দ্বন্দ্ব, বিষাদ, বিদ্বেষ
সংঘাত যদিও মহামারি আজ
তবু তার অতল তলে কী যেন এক টান
গভীর মায়া থাকে লুকিয়ে।

এত বাদ-বিসংবাদ, দ্বন্দ্ব- শ্লোগান
তবুও মানুষের কাছে ছুটে যায় মানুষ।

তবু গোপনে-স্বপনে মনে মনে
মানুষে-মানুষে করে ভাব।
অনর্থ, ক্ষয়িষ্ণু এই গ্রহকে
মানুষই করে তুলেছে এত মোহময়।
মানুষই সাজিয়েছে কালে কালে
করেছে আবাদ শতকে শতকে
মহাশতাব্দী ধরে।

আজ যেটুকু ভুল চলার পথে পথে
যেটুকু ওলট-পালট
সবটুকুতেই ভলোবাসা ছড়িয়ে ছড়িয়ে
এই পৃথিবীটাকে ইচ্ছে করে সাজাই
মনের মতো করে,
একটা ভলোবাসা বিধৌত পৃথিবী বানাই।

২৯.০২.২০০৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৭/০৯/২০১৩
    অসাধারণ.....
    ভালোবাসাই এই গ্রহকে এখনো বাচিয়ে রেখেছে,
    তাই চারিদিকে ছড়িয়ে থাকা এত হিংসে বিদ্বেষ সত্ত্বেও বেচে আছেএই গ্রহ.... আর আমরা ।
    • ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩
      --এভাবে ভাবতে পারো বলেই হয়তো কবিতা লিখি।--
      • Înšigniã Āvî ১৭/০৯/২০১৩
        হ্যা তাই তো
        • ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩
          --ধন্যবাদ
          • Înšigniã Āvî ১৭/০৯/২০১৩
            smile
            • ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩
              সাথেই থাকো
              • Înšigniã Āvî ১৭/০৯/২০১৩
                নিশ্চই.....
 
Quantcast