মাইন্ড করি না
রাত-বিরাতে জাতেপাতে
কী আসে যায় ভাই
লবন ছাড়া পান্তাভাতও
গপগপিয়ে খাই
পরের অন্নে ভাগ বসাতে
ভীষণ মজা পাই।
মজা পেয়ে উঠি ধেয়ে
নামার গরজ নাই
সুখের ঘড়া পূর্ণ হলেও
আরেকটু সুখ চাই।
মন্দ লোকের কটু কোথায়
মাইন্ড করি না তাই।
কী আসে যায় ভাই
লবন ছাড়া পান্তাভাতও
গপগপিয়ে খাই
পরের অন্নে ভাগ বসাতে
ভীষণ মজা পাই।
মজা পেয়ে উঠি ধেয়ে
নামার গরজ নাই
সুখের ঘড়া পূর্ণ হলেও
আরেকটু সুখ চাই।
মন্দ লোকের কটু কোথায়
মাইন্ড করি না তাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/১২/২০২৪অপূর্ব ব্যাখ্যা
-
মোঃ সোহেল মাহমুদ ০২/১২/২০২৪ভালো লিখেছেন।
-
ফয়জুল মহী ২৮/১১/২০২৪সুন্দর লিখেছেন
খুব ভালো লাগলো