অভিঘাত
অন্ত মিলের দন্ত দেখে
মুচকি হাসে কেউ
নন্দ নাকি ছন্দ খোঁজা
বাঘের গিছে ফেউ!
কাব্য যখন শ্রাব্য হয়ে
ভেংচি কাটে দাঁতে
পাঠক তখন আটক থাকে
কবির অভিঘাতে।
মুচকি হাসে কেউ
নন্দ নাকি ছন্দ খোঁজা
বাঘের গিছে ফেউ!
কাব্য যখন শ্রাব্য হয়ে
ভেংচি কাটে দাঁতে
পাঠক তখন আটক থাকে
কবির অভিঘাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিবগাতুর রহমান ২৬/১১/২০২৪চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০২৪অনন্যা
-
মোঃ সোহেল মাহমুদ ২৬/১১/২০২৪বাহ্! সুন্দর।
-
ফয়জুল মহী ২৫/১১/২০২৪অনিন্দ্য সুন্দর ভাবনার অনন্য প্রকাশ,
খুব ভালো লাগলো লেখাটি।