আগুন ঝরা ফাগুন ছড়া-০১
    যারা চুষে খায় রক্ত-
তাদের চোয়াল শক্ত!
কেউ কি সেধে চায় গো হতে
তাদের অনুরক্ত!
আঁকড়ে থাকুক তক্ত-
ঘিরে থাক যত ভক্ত!
কুরসি ঠেলে দিবেই ফেলে
অনুকুল হলে ওয়াক্ত!
তাদের চোয়াল শক্ত!
কেউ কি সেধে চায় গো হতে
তাদের অনুরক্ত!
আঁকড়ে থাকুক তক্ত-
ঘিরে থাক যত ভক্ত!
কুরসি ঠেলে দিবেই ফেলে
অনুকুল হলে ওয়াক্ত!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আব্দুর রহমান আনসারী ১৯/০৭/২০২৩সুন্দর লেখা
 - 
        বোরহানুল ইসলাম লিটন ০২/০৩/২০২৩একদম!
অল্পতে অসামান্য! - 
        শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৩/২০২৩সুন্দর অনুভূতির ছড়া।
 - 
        ফয়জুল মহী ২৮/০২/২০২৩খুব সুন্দর
 - 
        অভিজিৎ হালদার ২৮/০২/২০২৩ওহ বেশ ভালো ভাবনার ছড়া।
 - 
        বিধান চন্দ্র ধর ২৮/০২/২০২৩বেশ হয়েছে
 
