সুদ্ধ হতে
সুদ্ধ হতে যুদ্ধ লাগে
নয় সে কথা মিথ্যে
যুদ্ধ করে মন-মননে
সুদ্ধ আনো চিত্তে।
নিজের সাথে নিজে যদি
যুদ্ধ করো নিত্যে,
এই দেশটা ভরেই যাবে
স্বজন, সুজন, বিত্তে।
নয় সে কথা মিথ্যে
যুদ্ধ করে মন-মননে
সুদ্ধ আনো চিত্তে।
নিজের সাথে নিজে যদি
যুদ্ধ করো নিত্যে,
এই দেশটা ভরেই যাবে
স্বজন, সুজন, বিত্তে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০১/২০২৩শুদ্ধতার মাপকাঠি!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০১/২০২৩কবির কলম তাই তো চলে,
আর শুদ্ধ সমাজ গড়তে বলে। -
ফয়জুল মহী ১৭/০১/২০২৩সাবলীল প্রকাশ