ভৃত্য যে
তোমার পথে হাঁটছি
তোমার জন্য খাটছি
সুখের স্বপন বাঁটছি
তোমারই পা চাটছি
এই আমি-নিত্য যে।
তুমি- সুখে ভাসছো
প্রাণটা খুলে হাসছো
যখন যেমন সাজছো
আমার খুশি নাশছো
এই আমি-ভৃত্য যে।
তোমার জন্য খাটছি
সুখের স্বপন বাঁটছি
তোমারই পা চাটছি
এই আমি-নিত্য যে।
তুমি- সুখে ভাসছো
প্রাণটা খুলে হাসছো
যখন যেমন সাজছো
আমার খুশি নাশছো
এই আমি-ভৃত্য যে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০১/২০২৩ভৃত্য তাই।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০১/২০২৩সংক্ষিপ্ত কথায় বাস্তবতার ক্ষুব্ধ প্রতিবাদ। আরো হোক এমন কবিতা।
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০১/২০২৩অতুলণীয় প্রিয় কবি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০১/২০২৩দারুণ
-
ফয়জুল মহী ০১/০১/২০২৩চমকপ্রদ লিখন শৈলীতে মুগ্ধকর উপস্থাপন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০১/২০২৩দারুণ চিন্তা