মানুষ
মানুষ!
কখনো সে প্রিয়জন
কখনো বা অন্য,
কখনো সে মানবিক
কখনো বা বন্য!
তথাপি এ সৃষ্টিতে
মানুষই অনন্য!
আমি চাই মানুষ হোক
মানুষের জন্য।।
কখনো সে প্রিয়জন
কখনো বা অন্য,
কখনো সে মানবিক
কখনো বা বন্য!
তথাপি এ সৃষ্টিতে
মানুষই অনন্য!
আমি চাই মানুষ হোক
মানুষের জন্য।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০১/২০২৩নাইস
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০২২বেশ লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০২২বেশ লাগলেো।
-
অভিজিৎ হালদার ০৩/১১/২০২২ভালো
-
ফয়জুল মহী ০৩/১১/২০২২বাহ্ বেশ লিখেছেন