খানেওয়ালা
    চাটুকার চেটে খায়-
নেতা খায় কামড়ে,
তোষামোদকারী কয়
খানেওয়ালা হাম রে!
চামচারা চুষে খায়
কেবা বলে থাম রে!
খাওয়াতেই বিজি সবে
জন, জনি, রাম রে।
গোশত্ খায়, হাঁড় খায়
আর খায় চাম রে
খেতে খেতে ভুলে যায়
ঠাকুরের নাম রে।।
নেতা খায় কামড়ে,
তোষামোদকারী কয়
খানেওয়ালা হাম রে!
চামচারা চুষে খায়
কেবা বলে থাম রে!
খাওয়াতেই বিজি সবে
জন, জনি, রাম রে।
গোশত্ খায়, হাঁড় খায়
আর খায় চাম রে
খেতে খেতে ভুলে যায়
ঠাকুরের নাম রে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        কাজী জুবেরী মোস্তাক ০২/১০/২০২২দারুণ
- 
        ফয়জুল মহী ০১/১০/২০২২Excellent written
- 
        Md. Rayhan Kazi ৩০/০৯/২০২২চমৎকার


