www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাকি

‘বাকি’-আমাদের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় এবং বহুল ব্যবহৃত একটি শব্দ। এই অতীব প্রয়োজনীয় শব্দটা অনেক দেশের সাধারণ লোকেরা বোঝেন না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি- ১৯৯৭-৯৮ সালে আমি তাইওয়ানের তাইচুং শহরে একটি বাইসাইকেল কোম্পানীতে কাজ করতাম। রাতের সিপটে ডিউটি হলে ঠিক বারোটায় প্রায় ৩০ মিনিটের জন্য একটা ‘টি-ব্রেক’ হতো। নামে টি-ব্রেক হলেও এই সময়ে- মালিক কর্তৃক বাইরে থেকে আনা ফাষ্টফুড (রুটি, কেক, বার্গার, পিজা, নুডলস ইত্যাদি) খেতাম। তো.. একদিন মালিক তাইপে শহরে গেছেন কোন একটা কাজে আমরা ২০/২২ জন ব্রেক নিয়ে বসে আছি খাদ্য নেই। শেষে সুপারভাইজারকে বললাম-
- আমাদের খাবার কোথায়?
- বস তাইপে গেছেন, তিনি ফিরে এলেই খাবার পাবি।
- সামনের দোকান থেকে কিছু খাবার এনে আমাদের দিলেই তো হয়।
- আমার কাছে টাকা নেই।
- তো কি হয়েছে বাকিতে আনেন। বস ফিরে এলে তাঁর কাছ থেকে টাকা নিয়ে দোকানদারকে দিয়ে দিবেন।
- বাকি কি? আমার কাছে তো টাকাই নেই !
- টাকা বস এলে তাঁর থেকে নিয়ে দিয়ে দিবেন।
- আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না- টাকা ছাড়া দোকানদার আমাকে মাল দিবেন কেন? টাকা নাই মালও নাই।
- এটাই কি নিয়ম?
- এটাই নিয়ম।
- আমি বলছি কি- একটু পরেই তো মালিক আসবেন। টাকা তখন দিবেন
- সেটা সম্ভব নয়!
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ২৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast