www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

Devil Father – ( পর্ব -১৪ )

Devil Father – ( পর্ব -১৪ )
ন্যান্সি দেওয়ান ©


রাতে সামিরা বাসায় কান্ত হয়ে ফিরে ।
Driver কাছে থেকে চাবি বুঝে নিয়ে । রানু বুয়াকে জিজ্ঞাসা করল তার ছোট ভাই সাইমন কথা ।
বুয়া বলল সে ঘুমিয়ে পড়ছে , শুটিং থেকে কান্ত হয়ে এসেছে আর আপনার বাবার কাছে Tv Channel থেকে লোকরা এসেছিলো Interview নিতে, সেও Rest নিচ্ছে ।
সামিরা বলল তার খাবার লাগিয়ে দিতে এবং সে ফ্রেশ হয়ে আসছে ।
সামিরা Dining টেবিলের পাশে রাখা ফ্রিজে, চকলেটের প্যাকেজ ও Ice-cream রাখলো ।
সামিরার মা এসেছে দাঁড়ালো
পরের দিন ............
*সকালে ছোট ভাই Execise করছে
সামিরা চকলেটা সাইমনের হাতে দিলো,আর বলল ফ্রিজে তার Vanilla Ice-cream আছে ।
সাইমন ঃ Thanks Apu ………সে খেতে শুরু করলো Nice Kitkat তুই নেন ।
সামিরা (একটু খেলো )
সামিরাঃ শুটিং ভাল করে করিস ।
( সাইমন Short Film Director হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে )
রেহান ভাই ( সারার বাগদত্তা ) ।
Doctor’s conference থেকে সামিরা দেরি করে এলো, সবাই বসা
রেহান ভাই: অনেকদিন পর দেখলাম তোমাকে, বিদেশ গিয়ে পাল্টে গেছো .........আবার চশমা পরো দেখেছি ।
সামিরা হাসলো ।
রেহান ভাই:ইংল্যান্ড কেমন লাগলো ?
সামিরাঃ Sophisticated country. Not like USA
রেহান ভাই: job করতে কেন ? ।
সামিরাঃ স্টুডেন্ট job কে ওখানে সবাই সন্মানের চোখে দেখে, একটা মিউজিক্যাল ক্যাফেতে cashier ছিলাম “Dream job with john keats poetry , আমি Cousin Brother আপনি দেখেছেন তাদের দেখেছেন Shahid Bhaia , Orin ভাবিদের Studio Flat থাকতাম তারা Newly Married Couple, ওনাদের তো Space দরকার ।
-------------
সামিরা Patient অ্যাভন Tiktok video clip দেখছে ..........
( যেটা viral হয়েছে ) ।
Clip শেষ Laptob এর Shutter down।
গান শুনছে *****
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা?
( শোবার ঘর )
রাত ১১ টা তামান্না খালা ড্রেসিং টেবিল সামনে বসে, মুখে প্রসাধনী মাখছে।
সিদ্দিক মামা: আকাশের কথা গুলো তুমি Seriously নেও , আকাশ আসলে সামিরাকে ভালোবেসে ফেলেছে ?
তামান্না মামিঃ (রেগে বলল ) কেন নিবো , চয়ন বলেছে সামি তাকে Avoid করেছে রীতিমতো ।
তাজুল ও হিমির ব্যাপারটা আংশিক বলেছি আর এটাই ও বলেছি ও সামিরা খুব Innocent মেয়ে ওকে দেখলে আমার নীলার কথা মনে পরে ।
দুইদিন ধরে বুয়া অসুস্থ,ঘরের সব কাজ আমাকে করতে হয়েছে , - এখন “ঘুমাও” ।

চলবে
ছবি ঃ সংগৃহীত
ন্যান্সি দেওয়ান ©

• আমার উপন্যাসটি কপি করবে না । ইতিমধ্যে আমার Non-Edited ( Part ) কিছু লাইন কপি হয়ে গেছে তা আমি অনেক কিছুতেই লক্ষ্য করেছি ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ২৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২৮/০৮/২০২১
    দারুণ উপস্থাপনা, শুভ কামনা রইলো প্রিয়জন।
  • আমান শেখ ২৮/০৮/২০২১
    বেশ লিখেছেন।
 
Quantcast