www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যেতে দাও

আমার যাবার সময়ে হয়ে গেছে আমাকে যেতে দাও, যদি বেছে থাকি তাহলে তোমার সাথে আমার আবার দেখা হবে,আমি সময়ে সাথে হারিয়ে যাবো না নিজেকে ভাসিয়ে দিবো আধুনিক সভ্যতার ভিড়ে, তুমি রবে আমার মনের মনিষ্ঠায়,আমার প্রতিটি কবিতায়, যেতে দাও আমাকে বারণ করো না ।
হয়তো তোমার ধর্ম আর আমার ধর্ম এক নয়,তুমি হিন্দু আর আমি মুসলমান কিন্তু আমরা সবাই তো মানুষ জাতি একই রক্ত বইছে আমাদের শরীরের । আমি হয়তো বিয়েই করবো না তোমার স্মৃতি নিয়ে বাঁচতে চাই ।
এই বলে বর্ষা আকাশের কাছে থেকে বিধায় নেন ।
আকাশ বর্ষার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো । সেদিন থেকে আকাশের জীবনে অনেক বড় পরিবর্তন আসলো, পড়াশোনা শেষ করে অস্ট্রিলিয়া থেকে যখন বাংলাদেশ দেশে আসলো । একদিন হঠাৎ সেই জায়গাতে গেলো অনেক স্মৃতি পরে ছিল সেই জায়গাটাকে ঘিরে মনের মাঝে করা নাড়ছিলো বর্ষার পরনের নীল শাড়ী,তার ঠোঁটের মিষ্টি আদর, সেই হঠাৎ আকাশকের পিসির ছেলে শুভ্র বলে উঠলো
শুভ্র:চল সন্ধ্যায় এসেছে পড়েছে সূর্যের লাল আভা যেমন ডেকে নিয়ে আসছে আধারকে .....
আকাশ :আমার মনের আকাশটা আধার কালো হয়ে আছে সেই কবে থেকে, কালো মেঘ যেন কাটছেইনা, এখানে বর্ষার স্মৃতি জড়িয়ে আছে ।
শুভ্র : বর্ষার কোনো অস্তিত্ব এখন তোর জীবনে নেই পাঁচ বছর আগেই তোরা নিঃশেষ করে দিয়েছি । ও যদি তোকে মনে রাখতো একটি বারেও জন্য ফোন বা মেসেজ করতো,মনে হয় বিয়ে হয়ে গেছে ।
আকাশ নিস্তব্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো
শুভ্র : তোর বৌদিকে নিয়ে আমি আবার একটা Party যাবো আমার বসের বাসার চিলেকোঠায় আয়েজন করেছে আমাকে attend করতে হবে ।
আকাশ : আমি এখানে থাকি তুই যা।।।।।
শুভ্র : না না ।। কাকি মা ভীষণ রাগ করবে আমার উপর
( চিলেকোঠায় পার্টি হয়েছে )
শুভ্রর বস মিস্টার খন্দকার শুভ্র আর তন্দ্রাকে দেখে বললো
মিস্টার খন্দকার: তোমার দেখে আমার খুব ভালো লাগছে "Enjoy the party" অন্যদিকে থেকে সুপ্রিয়া শুভ্রর ওল্ড অফিস কালিক শুভ্রর হয় শুভ্র প্রায় অনেকদিন পর ভুলে গেছো?
শুভ্র: ও মা সুপ্রিয়া দিদি আপনি এলেন?
সুপ্রিয়া :এই তো কিছুক্ষন আছে ওকে, তন্দ্রা কেমন আছো ? তোমাকে সুন্দর লাগছে
তন্দ্রা :ধন্যবাদ দিদি আপনাকে অনেকদিন পর দেখলাম সেই বার পুজোর সময়ে আমাদের বাড়িতে এসেছিলেন তা কলকাতা ফিরবেন কবে?
সুপ্রিয়া : আরো দুই সপ্তা ঢাকাতে আছি যাবার আগে তোমার বাড়ি হয়ে যাবো ও আমার নিউ রুমমেট মালার সাথে পরিচয় করিয়ে দেই
আমার কবি বন্ধুবি ও হাত দুতে গেছে এখনই চলে আসবে, ওই যে বলতে না বলতে, আমি কবি বান্ধবী চলে এসেছে
শুভ্র চোখ ফিরে তাকাতেই বর্ষাকে দেখে অবাক হয়ে গেলো দেখ বর্ষাই আসলো মালা তার চোখে চশমা আর পরনে সুতির শাড়ী সামনে এসেছে বর্ষা দাঁড়াতে শুভ্রকে দেখে অবাক হয়ে গেলো
একি শুভ্র তুমি ?
তন্দ্রা : তোমরা দুইজনকে
শুভ্র : ও বর্ষা আকাশের এক্স প্রেমিকা
সুপ্রিয়া :কি মালা তোমার এই সুন্দর নামটির কথা তো বলোনি তাহলে কথা গল্পে এই মানুষটির অস্তিত্ব পাওয়া যায় সেই মানুষটি ওর দাদা বাহ্
সুপ্রিয়া: শুভ্র আর দেরি করো তোমার কাকী মা কে বললো ওদের বিয়ের ঠিক করতে ধর্ম কোনো ব্যপার না
বর্ষা : বর্ষা : কলকাতায় আমাদের ritual মাঝের মধ্যে পালন করে
বর্ষা :চুপচাপ কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে
শুভ্র : ওদিকে আমাদের আকাশের মুসলিমদের ritual গুলোর সময়ে সবাইকে গিফট করো এবং গরুর মাংস খেতে শুনেছি
শুভ্র : বর্ষা Meet with my wife তন্দ্রা আমাদের কিন্তু বেশি দিন ধরে বিয়ে হয়নি only 7 months
বর্ষা : খুব সুন্দরী বৌ তোমার শুভ্র দাদা
তন্দ্রা : আমিও অনেক সুন্দরী আকাশ দা যার জন্য পাগল আচ্ছা শুভ্র আকাশ দাদার সাথে দেখা করিয়ে দাও........
বর্ষা : আমি ওর সাথে দেখা করতে চাই
আকাশ সেই বেঞ্চতে বসা বর্ষাকে দেখে উঠে দাঁড়ালো
বর্ষা : আকাশ কেমন আছো ?
বর্ষা কোনো কিছু না বলে আকাশকে জড়িয়ে ধরলো, দুইজনে তখন সেই মুহূর্তে কোনো এক অজানা জগতে হারিয়ে যায়
ভালোবাসা বেঁচে থাকুক অবিরাম যেন ভালোবাসার দুই পাখি যেন নিজ ঘরে ফিরে ………
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৪১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কত সুন্দর!
  • আরেক টু গুছিয়ে লিখতে হব।
  • পুষ্পিতা পাল ১৬/০৭/২০২০
    Nice
  • জানবক্স খান ১২/০৭/২০২০
    মনে ধরেছে খুব!
  • ফয়জুল মহী ১১/০৭/২০২০
    Excellent
  • সুন্দর হয়েছে।
  • গল্পের প্লট ভালো।
    আরেকটু গুছিয়ে লিখুন বন্ধু।

    আর আপনার বাবা এখনও গান লেখেন কিনা?
 
Quantcast