www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝড়ের রাত ( পর্ব -২ )

বাহিরে ঘনকালো রাত
কাল বৈশাখী ঝড় বৈছে তীব্র গতিতে । আধার কালোর মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে , গর্জে উঠছে আকাশ যেন আলোর জলকানিতে ছেয়ে যাচ্ছে বাহিরে পরিবেশটা ।
তীব্র ঝড়োর হাওয়ায় শব্দ “ স…. স…. স” শোনা যাচ্ছে ।

এক দম্পতির বেডরুম ……….

বেডরুমে বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পের আলোতে হিমি, বই পড়ছিলো বিছানার এক পাশে আর অন্য পাশে নদী তার মোবাইলে গান শুনছিলো .......
হিমি বললো
হিমি: নদী তুমি ঘুমাও,
নদী: ঘুম যে আসছে না, আমার চোখে, গল্প শুনতে যে ইচ্ছে করছে
হিমি: ওহ, আমি যে গল্পটা পড়ছি সেটা তাহলে শোনো “ এ মিডসামারনাইট'স ড্রিম ”
এথেন্স শহরে তখন প্রচলিত ছিল, যে মেয়েদের তার পিতার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে হবে, আর যদি কোনো মেয়ে তার সেই পাত্র সাথে বিয়ে করাতে অসমতি জানায় তবে, মেয়েকে শাস্তি পেয়েতে হতো এখানে ডিউকের মেয়ে হেরমিয়া লিসানদাঁরকে ভালোবাসে হেরমিয়ার পিতা
নদী: থাক, এই গল্পটা শুনেছি, অন্য গল্প বললো …….
হিমি:রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাবুলিওয়ালার খুকির গল্পটা ? তুমি যেটা পছন্দ করো ।
নদী: হিমি, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, সেদিন তুমি তোমার বন্ধুকে নিয়ে এসেছিলে আর আমি বান্ধবীকে । আমরা একটা মুভি দেখেছিলাম, তুমি আমাকে একটা লাল টোকটোক্কা গোলাপ দিয়ে ছিলে?
হিমি:হুম,গোলাপ দিয়েছিলাম ।
ঝড়ের বেগটা, আস্তে আস্তে কমে যাচ্ছে এখন বৃষ্টির “শব্দ” শোনা যাচ্ছে । মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে । বাতাসে জানালার পর্দা গুলো হালকা হালকা উড়ছে ।


নদী:তুমি আমাকে একটা Sweet Hug দিয়েছিলে আর কপালে একটা
“Sweet Kiss”…..
হিমি:হুম, “সোনা” তাতো দিয়েছিলাম, হিমি সেই কথা মতো, তার দুই হাত নদীর গালে রেখে নদীর কপালে চুমু খেলো ।


নদী হিমির দিকে মিষ্টি হেসে বললো ……..
নদী: চলে যাবার সময়ে, তুমি আমি দুইজনের দিকে পিছন ফিরে তাকাচ্ছিলাম…….তুমি সামান্য দূরে যেতেই সাথে সাথে আমাকে ফোন দিলে এবং চলে এলে আমি কিন্তু মনে মনে এটাই চেয়েছিলাম….তুমি Return আসো ।
হিমি:আমিও মন থেকে তোমাকে বিদায়ে দিতে চাইলাম না…..তোমাকে বাসায় পৌঁছে দিতে চেয়ে ছিলাম যাতে আরো কিছুক্ষন তোমার পাশে থাকে পারি । তুমি “ না” বলে ছিলে
নদী:প্রথম দিন বলে, আমি লজ্জায় ভিতরে ভিতরে অস্থির হয়ে ছিলাম ।
হিমি: Finally দুইজনে রিক্সাতে উঠলাম, আমাদের ফ্রেন্ডসরা দুইজনের মনের কথা বুঝতে পেরে কেমন সুযোগ করে দিলো………
নদী: Memorable Moments
হিমি: “সোনা” এখন ঘুমাও। আমার ঘুম পাচ্ছে ।


বৃষ্টির ঝরছে ……..


ওই মুহূর্তে বাসার ইলেকট্রিসিটি চলে গেলো
নদী বলে উঠলো
নদী : Electricity চলে গেলো
হিমি: Wait Candle জ্বালাই ?
নদী : না থাকে যেও না
হিমি : কি ভয় পাচ্ছ ? ভুতের ভয় ……
নদী : হিমি,তুমিও না
হিমি : হেসে উঠলো ।।


Story: William Shakespeare - A Midsummer Night's Dream
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিভূত হলাম।
  • ফয়জুল মহী ১৫/০৬/২০২০
    মনোমুদ্ধকর ।
  • এক কথায় অনবদ্য।
 
Quantcast