www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টোনাটুনির সংসার

ভালোবাসা হলো
বৃস্টি ভেজা রাত
সে এক রোদ্রতপ্ত দিন
একটি মেয়ের মুখে হাসি
কিংবা এক রাশ আলোর ঝলকানি
লাল রক্তিম আভা ;
সোনালী বর্ণে, আবৃত ক্ষুদ্রতম রশ্নি
ভালোবাসা মানে,
মনের ভিতরে বাজে সুরের বিনা
কিছু আশা, কিছু শব্দ
কারো ছন্নছাড়া জীবনকে
কাছে টানা ।
ভালোবাসা বলে
দুই এর মিশ্রণ
সে এক সৃষ্টি
জন্ম নেয়া নতুন প্রাণ ।
একটি ছেলের বুকের ভিতর
জেগেছে স্বপ্ন ।
স্বপ্নগুলো গড়াগড়ি, খাচ্ছে একাকী
কিসের, বাসনা দূরে
ঠেলে দেয়
আপনজনকে !
ঘর বাধার স্বপ্ন জাগে মনে
একটি ভালো-বাসা
হবে টোনাটুনির সংসার ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো
  • সাইফ উদ্দিন সায়েম ১৮/০৬/২০১৯
    সংসার বাধার আগে এমন স্বপ্ন সবার মনে জাগে।
    সংসার বাধার পরে ভালোবাসা সব জানালা দিয়ে ভাগে। (হাহাহাহা...)
    সুন্দর ‍লিখনি...
  • তা-ই হোক।
 
Quantcast