www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গাঁথি এই প্রাণে

মোহন সুরে কে বাঁশি বাজায়ে
ওই দূরে
তারে দেখিতে নাহি পাই
দেখিবার স্বাদ মোর জাগে
মোর প্রাণ আনমনে
তারে খুঁজি বারে বারে ।
মোর গানেরই সুর
তারে ডেকে দিশেহারা
সে বাজায়ে বাঁশি কোন পানে
নিঠুর বন্ধু বাজায়ও না আর বাঁশি
বাঁশির সুরে ঘরে মন কেমনে আমি পরে রই;
মন যে আমার উতাল হাওয়া
হইলাম আমি দিশেহারা
জানি ভালোবাসা আছে ভরে
কিসের টানে বড়শি গাঁথি এই প্রাণে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast