ছোট নীড়ে
    সবুজ রং ছড়িয়ে গেলো 
চারিদিক দিক বে দিক
ভালোবাসার আভা
নীল লাল আকারে
রশ্নি হয়ে ;
ভাসবে বাতাসে বাতাসে
ভালোবাসবে কি
এই হাত ধরে নিয়ে
এলো ছোট নীড়ে
দুইজন মিলে বাঁধব সুখেরি ঘর
প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে
শুই সুতোর বাঁধনে গড়া
মিশে যাওয়া দুইটি আত্মা
একই অঙ্গে
এই ছোট নীড়ে ।
চারিদিক দিক বে দিক
ভালোবাসার আভা
নীল লাল আকারে
রশ্নি হয়ে ;
ভাসবে বাতাসে বাতাসে
ভালোবাসবে কি
এই হাত ধরে নিয়ে
এলো ছোট নীড়ে
দুইজন মিলে বাঁধব সুখেরি ঘর
প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে
শুই সুতোর বাঁধনে গড়া
মিশে যাওয়া দুইটি আত্মা
একই অঙ্গে
এই ছোট নীড়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মোঃ মুসা খান ০৮/০৯/২০১৯
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০১/২০১৯shundor
- 
        মেহেদী হাসান (নয়ন) ২৪/০১/২০১৯বেশ ভাল লিখেছেন কবি
- 
        সাইয়িদ রফিকুল হক ২৩/০১/২০১৯স্বপ্ন সার্থক হোক।
- 
        মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৩/০১/২০১৯রসালো মনে সরস উক্তি,
 প্রীতি ও প্রেমে হোক ভক্তি।
 কবিকে অফুরান শুভেচ্ছা জানাই।


 
        
    
    
        
        
        
কখন খারাপ লাগার কথা না, যথেষ্ট মন শিল্পের কারূকার্য