www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁধন-৫

শহর-অফিস
কি শুভ সাহেব কেমন কাটলো আপনার মধুচন্দ্রিমা?
শুভ নিজের রুমে প্রবেশ করল ।
শুভ:ভালো ।
শুভ অফিসের টেবিলে বসলো, File ঘাটাঘাটি করছে মিরুল সাহেব পাশের ডেস্ক থেকে উঠে, শুভ ডেস্কঃসের সামনে যেয়ে বসলো,
মিরুল সাহেব:কি ভাই মধুচন্দ্রিমা যেয়ে, কোথায় কোথায় গেলেন?
শুভ:আমাকে অবজেক্ট ডিসাইন ফাইলটা, দেখানোর কথা ছিল, ফাইল নো-৩২ ।
মিরুল:আমি এখনই বলছি আপনার ডেস্ককে ফাইলটি দিতে ।
শুভ:Thankyou.
শুভর বাসা
(শুভর মা)
মমতাজ বেগম:বাবা আজকে এতো দেরি করে বাসায় ফিরলি । আমি তো মনে করেছিলাম তুই শশুরবাড়িতে গেছিস র্বউমাকে নিয়ে আসতে ।
শুভ:আমার কাজ ছিল, আদিনা কখন গেছে ?
মমতাজ বেগম:বিকেলে, কেন, তোকে বলেনি ।
শুভ:না, আমি কিছুই জানি না ।
(রাত- শোবার ঘর)
শুভ মা ড্রেসিং টেবিলে সামনে বসে তার চুল আচড়াচ্ছে ,
মমতাজ বেগম(মা):শোনো আমার কেন যেন মনে হয়েছে তোমার ছেলে আদিনাকে নিয়ে সুখী না,আমাদের ছেলের বিয়েটা ঠিক জায়গায় হয়নি ।
রহমান সাহেব(বাবা):নতুন বিয়ে হয়েছে শুভ আর আদিনা মামনিকে নিয়ে তুমি অনেক ভাবছো তাই এরকম মনে হয়েছে
মমতাজ বেগম(মা)তোমার বৌমা গেছে বাবার বাড়ি বাড়িতে আসেনি ।
রহমান সাহেব(বাবা):অনেকদিন পরে গেলো নিজের বাড়িতে, positively চিন্তা করো ।
শুভর রুম মা এসে শুভর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,এবং জিজ্ঞাসা করেছে, কি হয়েছে বাবা তোর, মনের মধ্যে কোনো কষ্ট থাকলে, আমাকে বলতে পারিস,আমি তোর মা নিজের ওর কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি ।
শুভ:মা আমি বেশ tried , আমার কিছু হয়নি আদিনাকে নিয়ে তুমি মিছিমিছি ভাবছো,অনেক রাত হয়েছে মা যেয়ে ঘুমিয়ে পর ,সকালে অফিসে যেতে হবে,অনেক কাজ।
শুভর মা শুভর কথা শুনলো এবং রুম থেকে বের হয়ে চলে গেলো ।
(আদিনার-বাসা-শোবার ঘর)
আদিনা:হ্যালো নাইয়াম,কেমন আছো?
নাইয়াম:আদিনা, তোমার বিয়ে হয়ে গেছে তোমার আমাকে ফোন করাটা উচিত না ।
আদিনা:আমার বিয়ে হয়েছে শুধু কাগজে কলমে,আমার শরীর মন শুধু তোমাকে চায় আমি পুরাপুরি পবিত্র আছে,একটা টোকা আমার গায়ে লাগতে দেয়নি ।
নাইয়াম:নিজের স্বামীর সাথে মধুচন্দ্রিমা গেলে আবার বলছো তুমি পবিত্র,কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি,কারন,তুমি কখনো মিথ্যে বলতে পারো না ।
আদিনা:আমি শুভকে তালাক দিয়ে, তোমার কাছে চলে যাবো ।
নাইয়াম:তাহলে অপেক্ষো করো আমার জন্য,জানি তুমি পারবে,তুমি এখন কোথায়?
আদিনা:বাবার বাড়িতে কতদিন আছো,এখানে, কাল চলে যাবো ।
নাইয়াম: তোমার সাথে পরে দেখা করবো
আদিনা:ঠিক আছে ভালো থেকো ।
-চলবে-
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৬৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো ॥
  • ৬ এর অপেক্ষায় থাকলাম।
 
Quantcast