আমি বৃত্তবন্দী -৩
    বন্ধ হলো দুটি চোখ 
মুছে যাক পাপের সব দাগ
খারাপের সঙ্গে সহবাস
যৌনতার ছায়া আঁকড়ে
ধরা মানুষের মুখ গুলো
চোখ বন্ধ ও
মুখে খোলা চিৎকার
আর কত সইবো রক্তপত
একি হলো
কল্পনায় মাঝে পরে নিজের নিঃসঙ্গতার
প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে
আমি দেখছি নিজেকে
শেষ সীমানায়
বাক্সবন্দী আমি বৃত্তবন্দী
চিরকাল বৃত্তের সাথে করি সন্ধি ।
মুছে যাক পাপের সব দাগ
খারাপের সঙ্গে সহবাস
যৌনতার ছায়া আঁকড়ে
ধরা মানুষের মুখ গুলো
চোখ বন্ধ ও
মুখে খোলা চিৎকার
আর কত সইবো রক্তপত
একি হলো
কল্পনায় মাঝে পরে নিজের নিঃসঙ্গতার
প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে
আমি দেখছি নিজেকে
শেষ সীমানায়
বাক্সবন্দী আমি বৃত্তবন্দী
চিরকাল বৃত্তের সাথে করি সন্ধি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        শাহজাদা আল হাবীব ২৯/১০/২০১৭
- 
        খায়রুল আহসান ১৪/১০/২০১৭ছোট্ট লেখায়ও অনেক বানান ভুল।
- 
        সাইয়িদ রফিকুল হক ১৪/১০/২০১৭ভালো লাগলো।
 কিন্তু বন্ধু বানান ঠিক করে দিন ‘বন্দি বা বন্দী’।
 শুভেচ্ছা।
- 
        আজাদ আলী ১৪/১০/২০১৭ভালোই। সুভেছা কবিবর
- 
        মধু মঙ্গল সিনহা ১৪/১০/২০১৭ভালো..


 
         
        
    
    
        
        
        
তবে বানানের প্রতি খেয়াল রাখা প্রয়োজন প্রিয় কবি।।