www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁধন পর্ব-২

হোটেলর ফুড কোর্ট আদিনা,শুভ খাবার টেবিলে খাচ্ছে
আদিনা : পরোটা আরেকটা নিবে?
শুভ : খেতে খেতে বললো, না,তুমি নিলে নাও ।
আদিনা : না পেতে আর জায়গা, নেই ।
শুভ : একটা কথা বলতে খুব ইচ্ছে করেছে,তোমাকে ।
আদিনা খাবার খেতে খেতে,উত্তর দিও
আদিনা : বলে ফেললো,কি বলবে?
শুভ : মানে, আমি বলতে চাই ছিলাম,তোমার হাসিটা বেশ মিষ্টি, তোমার ঠোঁট,তোমার চোখ দেখলে নেশা লাগলে ।
এই তুমিকি,লজ্জা পেয়েছো?
আদিনা : জি না স্যার মোটেও পাইনি,খাও,এতো পাকা পাকা কথা,বলতে হবেনা ।
শুভ : গাছ পাকা, না এচুড়ে পাকার কথা বলছো ?
আদিনা : তোমার মাথা ।
শুভ : আহারে কি দারুন, লাগলো কথাটা শুনে ।
শুভ,আদিনাকে হাঁসতে দেখে,দূর থেকে,
এক দম্পতি মাঝে,কথা চলছে
ভদ্র লোক : বাহ্ কি সুন্দর লাগছে।
ওদেরকে দেখে,তোমার,আমার,সেই সব, রঙিন দিন গুলোর কথা মনে পরে গেল ।
ভদ্র মহিলা : তোমার এই বুড়ো বয়েসে,ভিমরুতী ধরেছে,তাই তো আমাকে এখানে নিয়ে এলে ।
(ভদ্র লোক) : অফিসের কাজে ছিল একটা বাহানা,
তোমাকে নিয়ে তো কোথায় যাওয়া হয়না
আমার প্রিয়তমা,কাজ করা হল তোমার সাথে কিছু সময়ে
কক্সবাজারে,পুরোনো স্মৃতি চরণ এই আর কি ।
এদিকে শুভ আদিনা খাওয়া শেষ করে হোটেলের বাহিরে চলে গেছে ।
সমুদ্র সৈতক
সাগরে ঢেউ, যেমন আঁচড়ে,পরছে সমুদ্রর কিনারায়,দূর, আকাশে উড়ে যাচ্ছে একজাক গানচিল,শরীর ঠান্ডা করা বাতাস ।
আদিনা : দাঁড়ায়,একটা ছবি তুলি ।
শুভ দারিয়ে পরল ।
আদিনা তার ব্যাগ থেকে ফোন বের করলো,
ফোন ক্যামেরা,দিয়ে ছবি তুলতো,তারপর,আদিনা তার নিজের সেলফি নিল
শুভ তাকিয়ে দেখলো,শুভ বললো...
শুভ : দেখি, কি ছবি তুলেছো ?
আদিনা সামনে এসে তার ফোনটা শুভর হাতে দিও
শুভ দেখে বললো
শুভ : এতো পচা, ছবি তুলো তুমি,
হাহাহাহা ।
আদিনা : কি আমি পচা ছবি তুলি, দাঁড়ায় তোমার মজা দেখছি ।
এই বলে আদিনা তার হাত দিয়ে হালকা করে মারতে শুরু করলো শুভর পিঠে,শুভ দৈড়াতেই শুরু করলো, শুভ ভুলে গেছ তোমার ফোন কাছে,তোমার ফোন দিবো ।
আদিনা : আমার ফোন দেয়,নাহলে তোমাকে গায়ে বালু দিয়ে দিবনা ।
শুভ:হাহাহাহা দিবোনা ।
আদিনা : দাও
শুভ:আমাকে মারলে কেন?
আদিনা : মেরেছি তো বেশ করেছি,ফোন দাও ।
শুভ : তোমার নরম হাতের মিষ্টি মার্ দাও দাও
ফোন বেজে উঠলো,শুভর পকেট থেকে,
রিংটোন
শুভ আদিনার ফোন আদিনাকে দিয়ে দিলো,শুভ আদিনাকে বললে "excuse me"
ফোনের মধ্যে একটি মেয়ের গলা ।
নীলা : হ্যালো সরি,তোমাকে বিরক্ত করবার জন্য

চলবে-
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৬১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast