www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আদরের বইনডা আমার

সবার দেখি কত কত আপন জন আছে আমাগো কেরে নাই,,, ঐ শিউলি মা রোজ কত সুন্দর সুন্দর খেলনা এনে দেয় শিউলিরে,, আমাগো মা কেন দেয় না?? আমাগো মা কয়,,, পাড়ার মাইনসে কয় আমাগো মা নাকি আমাগো পালায়া গেছে গা আর বাপেরর তো কোন ঠিকানা নাই ___ও ভাই এসব সত্যই কথা?? ভাই তুমি কও না আমাগো মা-বাপ কয়?? আমি ও মার কাছে থাকতে চায়,, মা আমাগো রেখে কোথায় গেছে??
>> আরে থাম থাম এতো কথা একসাথে বলে কেও,,
<< আগে বলো আমাগো মা-বাপ কে??কয় থাকে তারা?
>> মাইনসের কথা শুনতে নাই,, তারা তো সব আজগুবি কথা কয়,,, আমাগো মা-বাপ আছে ঐ দূরে যেখানে আমরা যায়তে পারুম নাহ,,, আর কেডায় কয়ছে আমাগো আপন কেও নাই,, এই যে আমার বোন আছে আমার লগে আর কি কেউ লাগে নাকি,, তুই তো আমার সব,,আমার কলিজার টুকরা,, তোরে ছাড়া আমি কেমনে থাকুম (কান্নারত)
<< ভাই আমি আবার তোমারে ছাড়িয়া কয় যামু,, তুমি এমন কথা কও কেনো??
>> না না না তুই আবার কয় যাবি,,, কিছু নাহ,, যা ভাত বাড় গিয়ে ____
বোন আমার মাএ ৬ বছর বয়স হলো,,, বোন রে আমি কেমনে বুঝায় মা-বাপ নাই আমাগো,,, অনাথ নামে পরিচয়,, আশপাশে মাইনসে নানা কথা কয়,, নানা গালি- গালাজ করে,, আমরা নাকি নষ্ট সন্তান তাই বাপে নাকি ছাড়িয়া গেছে,, মায়ে আমার মরণব্যাধি রোগে চিকিৎসা অভাবে কষ্ট পাইয়া গেছে কবরে কেমন আমি কয় বোনটারে!!
মায়ে কয়ছে বোনটারে আদর করে যত্ন করে রাখতে,, স্বপ্ন দেখছে বড় ডাক্তার বানাইবো যাতো মার মতো কেউ অবহেলায় না মরে,, কিন্তু পাড়ার মাইনসে নানা কুটুক্তি কথা কয়, অন্য চোখে দেখে আমাগোরে,, থাকতে নাকি দিবো না আর এ সমাজে,, আমরা নাকি অভিশপ্ত এ সমাজের জন্য......তাই তো.... (মনে মনে কথা)
<< ভাই ও ভাই ভাই
>> হ্যা হ্যা
<< কি ভাবতাছ তুমি??
>> নাহ কিছু নাহ,,
<< ভাত বাড়ছি,, খায়তে আয়;
>> আয়তাছি,,, তুই ও আয়,
<< না আমি খামু নাহ :-(
>> কেন??
<< তুমি কয় ছিলা আমারে হাওয়া মেলায় লইয়া যাইবা চড়কী তে উঠাইতে কিন্তু ওহনো তুমি আমারে নেও নাই 😡
>> ও তাই বুঝি আমার লক্ষী বোনডা রাগ করে গুমুর মুখ বানিয়ে রেখেছে। আরে আমার তো সে কথা মনে আছে। আজইকা নিয়ে যাবো তোরে,, তুই জলদি খেয়ে তোর কাপড় চোপড় গোছায়া লয়
<< সত্যি কয়তাছো!! :-)
কাপড়-চোপড় গুছামো কেন ভাইয়া,,মেলায় তো আমাগো
গ্রামে??
>> তাতে কি হয়ছে,, মেলায় একজন বড় মানুষ আয়বো আমাগো লগে দেখা করতে,,
<< কেটায় আয়বো ভাইয়া??
>> তখন দেখে নিছ এখন জলদি কর তৈরি হও দেখি
<< আইচ্ছা তুমি দাড়াও আমি আয়তাছি _____
>> বোনডা আমার জানে না আজ কত দূর হইয়া যাইবো আমার কাছ থেকে __আমার কাছে থাকলে যে বোনডা সুখে থাকবো নাহ ________
<< ও মা কত সুন্দর মেলা,, কত রকমের চড়কী ভাইয়া,, কত রকমের পুতুল,,দেখছ ভাইয়া কত সুন্দর লাগতাছে,,
>> অনেক সুন্দর বোন তবে আমার বোনের থেকে সুন্দর নাহ,,, আমার এতো সুন্দর বোনটার জন্য সুন্দর একখান পুতুল কিনছি,,,
<< এটা আমার কত সুন্দর....
>> তোর পচ্ছন্দ হয়ছে??
>> হ্যা,, অনেক,,, তুমি অনেক ভালো,, মার মতো আদর করো আমারে,, আমারে ছাড়িয়া মার মতো তুমি চলে যাইবা নাতো??
>> দূর পাগলী আমার লক্ষী বোনডারে রাইখা আমি কয় যামো,,আমি সবসময় তোর পাশে থাকবো,,
তুই খুশি থাকলে আমি ও খুশি,,, আচ্ছা বোন আমি যদি কয় তোরে অন্য একজায়গায় থাকতে হবে অন্য মানুষের লগে,, যেখানে নতুন মা-বাপ পাইবি তুই,,তুই যাবি তো তাদের কাছে?
<< না আমি তোমারে ছাড়িয়া কোথাও যামো নাহ,,আমার কারো ও লাগবো নাহ,, শুধু তুমি থাকলে হয়বো,, (কান্না গলায়)
>>আমার কথা শুন বোন সেখানে গেলে তোরে নতুন নতুন সুন্দর পুতুল কিনে দিবে, আদর করবে,, ঘুরতে নিয়ে যাবে
মেলায় লয়ে যাবে,, আদর করবো তোরে।
<<আমার কিছু লাগবো নাহ,, আমি তোমার কাছে থাকবো,,আমার পুতুল লাগবো নাহ,, আমি আর মেলায় আয়তে কমু নাহ,, আমি তোমার সাথে থাকুম
>> কাদিস না তুই তোর ভাইয়ের কথা শুনবি নাহ,,, আর আমি তো রোজ তোরে দেখতে আসবো,,, এবার তো ভাইয়ের কথা মানবি??
<< তুমি রোজ আইবা তো আমার লগে দেখা করতে
>> আমু আমার বোনরে দেখতে,,
ভাই আর বোনের শেষ কথা ছিলো,, শেষবারের মতো তার ছোট্ট বোনডারে আদর করে দিলো,,অন্যের হাতে তুলে দিলে তার শেষ সম্বল,,, তার জীবনের খনি টাকে,, আর হয়ত কখন ও হবে নাহ দেখা তার বোনডারে,,হবে না তার দেয়া কথা রাখা বোনডার সাথে,, আদর করে যে বোনডা খাওয়া দিতো, মিষ্টি করে হাসি দিয়ে ভাইয়া বলে ডাকত,, আর ডাক দিবে নাহ,,, চলে যাচ্ছে বোন আমার,,
>> মা তুমি কয়ছি বোনডারে সাথে সাথে রাখতে,, আজ আমি বোনডারে দূরে পাঠিয়ে দিছি,,, ইচ্ছে করে করিনি মাইনসে নানা বাজে কথা কয়,,, কয় আমরা সমাজের কীট,, থাকতে দিবো নাহ আমাগোরে তাই তো বোনডার কথা ভেবে দূরে পাঠাইয়া দিছে,, সেখানে আমার বোনডা আনন্দে থাকবে, তুমি দেইখ মা বোনডা আমার একদিন বড় ডাক্তার হবে ____ মা জানো বোনডারে ছাড়া আমি কেমনে থাকবো,, কষ্ট যে হয় আমার,, পরান টা যে আটকিয়ে আছে, মনে পড়ে বোনডার কথা,,,, এ পৃথিবীর মানুষ বড্ড স্বার্থপর,, কাছে মানুষ গুলা নিয়ে থাকতে দেয় না,,, শান্তি থাকতে দেয় না,, আর নিম্মজাতি হলে দূর দূর করে তাড়িয়ে দেয় যে তাড়নায় আজ হারায়লাম আমার বোনডারে,,, পর করে দিতে হইলো আমার লক্ষী বোনডারে _______
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১২৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast