www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন-আশা

সব মানুষের মনের মাঝে
থাকে কত আশা,
মনের নিঝুম কক্ষটাতে
ছোট্ট একটা ভাষা-
যার কারণে সকল সুখ
আমার কান্না হাসা।
সে যে হল ও মা তোমার
অনন্ত ভালবাসা।
শান্তি ঘেরা কোলে তোমার
এ ধরণীতে আসা,
তোমার স্নেহ ভালবাসায়
হৃদয় আমার ঠাসা।
আজ তুমি আমার দিশারী
আমার স্বপ্ন আশা।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবিদ আল আহসান ০৮/১২/২০১৪
    মা.,
    সুন্দর কবিতা.
  • মাকে নিয়ে লেখা অনন্য একটি কবিতা। কবিতার বোধের পাশাপাশি ভালো লেগেছে "সা, শা ও ষা" এর অসাধারণ অনুপ্রাস। ভালো থাকুন কবি।
  • ০৭/১২/২০১৪
    বেশ ভালো ।
  • মায়ের আদর ভালোবাসা টাকে খুব মিস করি। মা কবে আসবো বাড়ি........................
  • অনিরুদ্ধ বুলবুল ০৬/১২/২০১৪
    মায়ের ভালবাসা ও প্রেরণাকে ছন্দায়িত করে দারুণ কবিতা উপহার পেলাম। কবিকে অভিনন্দন।
  • রেনেসাঁ সাহা ০৬/১২/২০১৪
    মিষ্টি কবিতা। মাকে নিয়ে যে স্বপ্ন আশা, তা সুন্দরভাবে ছন্দে ছন্দে বর্ণিত হয়েছে।
 
Quantcast