www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরুর পথিক

কে হাঁটে মরুর বুকে
দৃঢ় দুটি পায়,
কোনবা কঠিন কাজে সে
কোথায় চলে যায়।
হে পথিক.........;
যাচ্ছ তুমি কোথায়
তোমার সাথে সঙ্গ দিতে
যাব আমি সেথায়।
যাব আমি তোমার সাথে
খুলতে আলোর দ্বার,
হে পথিক.........;
কঠিন দিনের কঠিন ক্ষণে
করো আমায় পার।



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২০ সেপ্টেম্বর, ২০০৮ ঈসায়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৪/১১/২০১৪
    পথিকের সাথে আমি ও যাব । থাকব সাথে । ভালো থাকবেন ।
  • valo cholbe
  • valo
  • অসাধারণ ছন্দ বিন্যাস। আপনার আগের যত কবিতা পড়েছি এটাকে ছন্দের দিক দিয়ে বেশী matured মনে হয়েছে। কবিতাতে ছন্দের খেয়ায় ভেসে উঠেছে স্তুতিময় বোধ যা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে শেষ থেকে ঠিক ৩য় লাইনের " হে পথিক..." না ব্যবহার করলেই ভালো হতো। কারণ ৩ টি স্তবক লক্ষ্য করলাম যেখানে প্রতি ২য় ও চতুর্থ লাইনে অনুপ্রাসের ব্যবহার হয়েছে। শেষ সর্গটি ৫ চরনের হয়ে যায়। " হে পথিক..." লাইনটি বাদ দিলে শেষ স্তবকটিও ৪ চরনের হয়। অনুপ্রাসেরও যথার্থতা থাকে। ভালোবাসা নেবেন কবি।
    • একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪
      আপনার আলোচনা খুবই যথার্থ এবং সুন্দর।। সুন্দর আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ।।

      কিছু অসংগতি থাকলেও লেখাটি সম্পাদনার ইচ্ছে আমার নেই, এটা আমার খুবই প্রাথমিক সময়কার লেখা, স্মৃতি হিসেবে এভাবেই রাখতে চাই।।

      কিন্তু আপনাদের মতামত সব সময়ই কামনা করি, এতে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি যা পরে অনেক উপকারে আসে। :)
  • ইসমাত ইয়াসমিন ১৩/১১/২০১৪
    "Valo laglo kobitar kothagulo".
  • মোঃ আবদুল করিম ১৩/১১/২০১৪
    কঠিন দিনের কঠিন ক্ষণে আমরা ও আপনার সাথে পার হতে চাই ।
  • এ এক নতুন পাঞ্জেরি। ভালো লাগলো আপনার সুন্দর কবিতাটি।
    • একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪
      বড়রা পথ দেখান... আমরা সে পথেই হাটি।।

      অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ।।
  • মল্লিকা রায় ১৩/১১/২০১৪
    বাহ্ বেশ কবিতা পাঠে মনটা ভরে গেল।ভালো থাকুন।
 
Quantcast