www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগো আল-আমিন

মুখে তার মধুর কথা
বুকে নেই কোন ব্যথা,
হাতে তার শেকল আঁটা
চিন্তামুক্ত তার মাথা।

আল-আমিন—
কেন তুমি এত চিন্তাহীন?
কেন তোমার দেহে অবসাধ?
কোথায় আজ তোমার দ্বীন?
আল-আমিন—
কেন তোমার চক্ষু অন্ধ?
দু’কান তোমার কেন বন্ধ?
কিসে তোমার এত আনন্দ?
কেন তোমার এ উদাসীনতা?
কেন তোমার এ দীনতা?
কোথায় তোমার শক্ত বাহু-
দমাতে পাপাচার বৃন্দ?
যে দিন বুঝবে,
সে দিন বলবে,
হায়! কপাল আমার মন্দ।

তাই জাগো হে আল-আমিন
নিয়ে তোমার শক্ত বাহু
আবার আসুক সেই দিন।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১২ জুন, ২০০৮ ঈসায়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪
    এক কথায় খুবই ভালো হয়েছে
  • হুম, কবিকে খুঁজে বের করতে হয়েছে।

    ভালো লাগা রইল
    • একনিষ্ঠ অনুগত ০৫/১১/২০১৪
      তাহলে তো অনেক কষ্ট করতে হয়েছে... বিশাল সাগরে আমি খুদ্র এক পানা যে... :)

      তবুও কষ্টটুকু করেছেন বলে কৃতজ্ঞতা। আর উৎসাহ দেয়ায় অনেক শুভ কামানা কবি পরাগ ভাই।
  • এম আর মিজান ৩১/১০/২০১৪
    বাহ!!"
  • আকাশ আর আমি ৩০/১০/২০১৪
    দারুন লাগলো...
  • খুবই ভালো লাগার একটি কবিতা।
  • আল আমিন তুমি জাগো সিন্ধুর তীরে,
    তোমায় খুঁজী আমরা জনতার বিরে।।
  • কবিতা ভাল লাগলো , কিন্তু আল আমিন বলতে আপনি কাকে বুঝাছেন? আল আমিন উপাধি হল আমদের প্রিয় নবি মোহাম্মাদ (সাঃ) এর । তাই আপনি এই আল আমিন বলে কাকে আহ্বান করছেন আমার বোধ গম্য হচ্ছে না । দয়া করে একটি ক্লিয়ার করবেন?
    • একনিষ্ঠ অনুগত ২৮/১০/২০১৪
      আল আমিন বলতে আমি একজন মানুষকে বুঝিয়েছি... আমাদের মতই সাধারণ মানুষ...

      অবশ্যই আপনি জানেন আমি যে সকল গুণের আহ্বান করেছি আমাদের প্রিয় নবী (সঃ) তার চেয়ে অনেক অনেক বেশী গুণবান (শ্রেষ্ঠ)।
  • অনিরুদ্ধ বুলবুল ২৮/১০/২০১৪
    যুগের প্রয়োজনে এমন একজন আল-আমিন দরকার।
    কবির ভাবনা আর আল-আমিনের আহ্বান পূর্ণতা পাক।
    শুভ কামনা কবি।
  • পার্থ সাহা ২৮/১০/২০১৪
    caliea jan
  • মোহাম্মদ তারেক ২৮/১০/২০১৪
    চিন্তাহীন আল আমিনদের ভ্রু কূঁচকোবে কবে!!!! কবে চিন্তাশীল হয়ে উঠবে তাদের মগজ?? সুন্দর কথামালা। শুভ কামনা কবি।
 
Quantcast