www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মকথা (কথোকবিতা)

একটা জায়গা আমার খুব ভাল লাগে। যার কারণে সে জায়গাটা আমি পছন্দ করি তার সাথে নিজের আত্মকথা গুলো বললাম এভাবে- সংকেত, আ=আমি; ও=সে ।


আ___তোদের এলাকাটা সুন্দর
ও____হয়তবা!
আ___তা আবার কি? খুব সুন্দর,
ও____ঠিক আছে সুন্দর-ই!
আ___কি সুন্দর খোদার সৃষ্টি
ও____ঠিক তাই!
আ___আয় ওদিকটাতে বসি,
ও____কেন?
আ___আমার যে ভাল লাগে
ও____তাহলে যাওয়া যায়।
আ___দ্যাখ কি সুন্দর শস্য ক্ষেত
ও____প্রতিদিনই দেখি।
আ___ভাল, এসব দেখলে মন ভাল থাকে।
ও____কেন? আমার তো মন খারাপ হয় না-
আ___না, না, তা বলিনি!
ও____তাহলে?
আ___ও কিছুনা
ও____আপনি সবকিছু আমার কাছ থেকে লুকান-
আ___চাইনা, তবু লুকাতে হয়;
ও____কেন?
আ___এটা যার যার প্রকৃতি ।
ও____আচ্ছা একটা প্রশ্ন করব?
আ___করতে পারিস; শুধুই একটি।
ও____আপনি কি কাউকে..........?
আ___না, না, তবে ভাল একজন বন্ধু আছে
_____যার কারণে পথ চলা আমার শুরু।
_____তুইত সেই ব্যাক্তি যে
_____উষ্ণ মরুতে ছায়া,
_____শীতলতার এক তরু।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ এপ্রিল, ২০০৮ ঈসায়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুদা ৩০/০৮/২০১৪
    অন্যরকম কবিতা। অনুভুতিময় কবিতা।
    ভাললেগেছে।
  • শিমুল শুভ্র ৩০/০৮/২০১৪
    বেশ বেশ তবে স্বরবর্ণের ধারাবাহিকতা প্রয়োজন ছিলো ।
    • একনিষ্ঠ অনুগত ৩০/০৮/২০১৪
      ধন্যবাদ কবি ভাই। আসলে এখানে 'আ' ও 'ও' সংকেত হিসেবে ব্যবহার করেছি। 'আ' তে 'আমি' আর 'ও' তে 'আমার সাথী' কে বুঝাতে চেয়েছি। :)
    • শিমুল শুভ্র ৩০/০৮/২০১৪
      যেমন
      অ-অরুন আলোয় আমি দেখিয়াছি তাহার মুখ
      আ-আঁচল খানা মৃদু হাওয়ায় উড়িতেছে বারংবারে,
      ই-ইহকালে ভুলিবো না তাহারে আঁখি'র বারেন্দায়
      ঈ-ঈষৎ হাসি শোভা মাতানো পুরবী,যদি পাই সংসারে।

      উ-উজান ঘাটের স্রোতে'র মত উঠতি যৌবন সুমুদ্রে
      ঊ-ঊঢ়-উর্বর দেহে মন মাতানো এলোকেশী তাহার চুল,
      ঋ-ঋষিদেব যেন আমি ভাঙ্গিয়াছি ধ্যান,জ্ঞান সেই আলোয়
      এ-এমন প্রভা বিকশিত মুহূর্ত দেখিয়া পাই'নি কোন কূল।

      ঐ-ঐ আকাশের চাঁদ লাজে ডুব দিয়াছে মেঘের আড়ালে
      ও- ও মেয়ে তুমি আমায় তাকাও,দেখিয়া লই নয়ন ভরিয়া।
      ঔ-ঔদ্ধত্য রূপে উন্মাদ আমি আজ পাগলপারা তন মন
      ক-ক' দিয়ে শুরু,কথা বলি আসো রাখিও হাত টি ধরিয়া।
  • অসাধারন।
  • আইডিয়া ভালো।
 
Quantcast