www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি একজন

আমি একজন সাধারন ছেলে
সাধারন আমার চালচলন,
ভালবাসি কিছু করতে
ভালবাসি ভাল করতে এ মন।
ভালবাসি প্রথম কয়েক জনকে
আমার পরিবারের।
ভালবাসি আরও কয়েক জনকে
তারা অন্য ঘরের।

ভাললাগে মানুষকে সদুপদেশ দিতে
ভাললাগে মানুষকে সাহায্য করতে।
ভাল লাগে না জাঁকজমক
ভাল লাগে মার্জিত থাকতে।
ভালবাসি সত্য পথে চলাকে
ভালবাসি সঠিক কথা বলাকে;
ঘৃণা করি অন্যায় ভালবাসা
পরের সাথে মন দেয়া নেয়া করতে।
ভাল লাগে জীবনকে সুন্দর ভাবতে
ইচ্ছা করে তাকে সুন্দর ভাবে সাজাতে
ভাল লাগে ইসলামী আদর্শ-
হতে চাইনা দুর্দর্শ;
ভাল লাগে একটু হাসি-তামাসা করতে
থাকতে চাই প্রানবন্ত,
চাই না মৃত পাতার মত ঝরতে।
চাই না আপন কাউকে হারাতে
চাই গুরুর পাশে দাড়াতে
আমি একটি সাধারন ছেলে;
আছে সুন্দর একটি মন
অতি সাধারণ হয়েও ভাল আছি
আমি একজন।


কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১৪ মে, ২০০৮ ঈসায়ী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর হয়েছে। আমাদের সত্য পথে চলতে হবে।
  • ভাল লাগলো কবি ।
  • চমৎকার লিখেছেন।
  • মল্লিকা রায় ২২/০৯/২০১৪
    বেশ বেশ চমত্কার কবিতা।
  • ভালো লাগেনা অন্যায় ভালোবাসা ঠিক আছে কিন্তু অন‌্যের সাথে মন দেয়া নেয়া ভালো লাগে না? হায় হায়!
    • একনিষ্ঠ অনুগত ২২/০৯/২০১৪
      যেখানে মন দেয়া নেয়ার জন্য আপন লোক আছে সেখানে কেন অন্যের (পরের) সাথে কেন করতে যাবো... এটা অন্যায় নয় কি... ;)
  • আবু সাহেদ সরকার ২২/০৯/২০১৪
    দারুন একটি প্রকাশ কবি। দারুন আপনার অাবেক-অনুভুতি। বেশ ভালো লাগলো।
 
Quantcast