রাত বেশি ঘন হলে
    রাত বেশি ঘন হলে
চেনা পথঘাট;
আমার প্রবেশপথ
নীরব কপাট।
নিঝুম নিঝুম সেই
বয়ে চলা স্রোত;
খুঁজে ফিরি অলিগলি
রূপকথা স্ত্রোত।
চেনা পথঘাট;
আমার প্রবেশপথ
নীরব কপাট।
নিঝুম নিঝুম সেই
বয়ে চলা স্রোত;
খুঁজে ফিরি অলিগলি
রূপকথা স্ত্রোত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        স্বপন গায়েন ২৬/১২/২০১৯অনন্য
 - 
        অলি শর্ম্মা ০৮/০৯/২০১৮Darun
 - 
        সাইয়িদ রফিকুল হক ২৩/০৮/২০১৮ভালো লাগলো।
 - 
        মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৮/২০১৮দারুন সুন্দর লিখেছেন কবি
 - 
        মধু মঙ্গল সিনহা ২৩/০৮/২০১৮অতুলনীয় সুন্দর।
 
