প্রিয়া সাথে
    প্রিয়া সাথে আজ জেগে আমি
চাঁদ তারাদের দেশে;
চাঁদের দেশে দিব পাহারা
তোমাকেই ভালোবেসে।
দুচোখে আজ স্বপন কত
কতই কথার সুর;
তোমাকে আজ আপন করি
নিশিরাত ভরপুর।
-----
চাঁদ তারাদের দেশে;
চাঁদের দেশে দিব পাহারা
তোমাকেই ভালোবেসে।
দুচোখে আজ স্বপন কত
কতই কথার সুর;
তোমাকে আজ আপন করি
নিশিরাত ভরপুর।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        স্বপন গায়েন ০৬/০২/২০২০্সু ন্দ র
- 
        কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭কবি বেশ লিখেছেন।লেখাটাতে মাধুর্য নামক অধরা জিনিসটা খুজে পেলাম।
- 
        সাইয়িদ রফিকুল হক ০৪/০৮/২০১৭ভালো।
- 
        Abdullah Al Mamun ০৪/০৮/২০১৭Sundor
- 
        মোনালিসা ০৪/০৮/২০১৭অসাধারন লিখেছেন ভাইয়া


