কোন নামে
    কোন নামে ডাকি যে তোমায়
কী নাম লিখি্ব মনে;
নামে খুঁজি এখানে ওখানে
নাম মাঝে সযতনে।
মায়ার পথে ও নাম রাখি
নাম তারায় তারায়;
তোমায় ডেকে সাড়া না পেলে
অন্ধকারেতে হারায়।
------
কী নাম লিখি্ব মনে;
নামে খুঁজি এখানে ওখানে
নাম মাঝে সযতনে।
মায়ার পথে ও নাম রাখি
নাম তারায় তারায়;
তোমায় ডেকে সাড়া না পেলে
অন্ধকারেতে হারায়।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        Abdullah Al Mamun ০৪/০৮/২০১৭Valo
- 
        অর্ক রায়হান ০৪/০৮/২০১৭ভালো।
- 
        সংহিতা ০৪/০৮/২০১৭ভাল লাগল
- 
        সংহিতা ০৪/০৮/২০১৭খুব সুন্দর ।।
- 
        কামরুজ্জামান সাদ ০৪/০৮/২০১৭দারুণ


