নজরে তুমি
    আজ বটগাছটির তলে
দাঁড়িয়ে রয়েছ একা;
সবুজ পাতার আড়ালেতে
কার তরে হবে দেখা!
সবুজ বসনে খোঁপা ছেড়ে
চাও এদিক ওদিক;
লজ্জায় ঢেকেছ মুখখানি
নজরে তুমি খানিক।
-------
দাঁড়িয়ে রয়েছ একা;
সবুজ পাতার আড়ালেতে
কার তরে হবে দেখা!
সবুজ বসনে খোঁপা ছেড়ে
চাও এদিক ওদিক;
লজ্জায় ঢেকেছ মুখখানি
নজরে তুমি খানিক।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        স্বপন গায়েন ০৬/০২/২০২০খুব ভাল।।
 - 
        মোজাহিদুর ইসলাম ইমন ০২/০৮/২০১৭সুন্দর
 - 
        সংহিতা ০১/০৮/২০১৭সুন্দর ...
 - 
        সাইফ রুদাদ ০১/০৮/২০১৭কবি
 - 
        কামরুজ্জামান সাদ ০১/০৮/২০১৭কবি ছোট প্লাটফর্মে বড় জিনিসগুলো কিভাবে যে উপস্থাপন করেন!একটু শিখালে ধন্য হতাম।কবিতাটা শব্দের ভিত্তিতে খুব বড় নয় অথচ কি ভাল লিখলেন!আমি আপনার কবিতার ভাল মানের পাঠক!
 - 
        Abdullah Al Mamun ০১/০৮/২০১৭Valo hoyeche
 - 
        Abdullah Al Mamun ০১/০৮/২০১৭Valo
 - 
        মোনালিসা ০১/০৮/২০১৭ভাল
 
