অবেলায় এসে
    অবেলায় এসে গেল বর্ষা
সব দেখি এলোমেলো;
নতুন জলের ধারা এসে
আমাকে ভিজিয়ে দিলো।
বেশ তো এ ধারায় ভিজতে
নবীন বারির স্রোত;
মনে আসে নতুন স্বপন
সকল মনের মতো।
----
সব দেখি এলোমেলো;
নতুন জলের ধারা এসে
আমাকে ভিজিয়ে দিলো।
বেশ তো এ ধারায় ভিজতে
নবীন বারির স্রোত;
মনে আসে নতুন স্বপন
সকল মনের মতো।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সংহিতা ০৩/০৮/২০১৭সুন্দর ...
- 
        মোজাহিদুর ইসলাম ইমন ০২/০৮/২০১৭বেশ্
- 
        কামরুজ্জামান সাদ ০১/০৮/২০১৭দারুন


