আজ পথে
    আজ পথে হেঁটে গেছ তুমি-
চুল সব দাও ছেড়ে;
রঙিন সুতির শাড়ি দেহে
রেখেছি নয়নে ধরে।
ধীরে ধীরে তুমি হেঁটে গেছ
ধুলায় মেশে আঁচল;
ঘুরে ঘুরে তোমাকেই দেখি
মন যে হয় চঞ্চল।
-----
চুল সব দাও ছেড়ে;
রঙিন সুতির শাড়ি দেহে
রেখেছি নয়নে ধরে।
ধীরে ধীরে তুমি হেঁটে গেছ
ধুলায় মেশে আঁচল;
ঘুরে ঘুরে তোমাকেই দেখি
মন যে হয় চঞ্চল।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মোজাহিদুর ইসলাম ইমন ০১/০৮/২০১৭অনেক সুন্দর
- 
        সাইয়িদ রফিকুল হক ৩১/০৭/২০১৭বেশ লাগলো।
- 
        মোনালিসা ৩১/০৭/২০১৭    
- 
        মল্লিকা রায় ৩১/০৭/২০১৭বাহ্ মুগ্ধ হলাম কবি বন্ধু।


