তোমাকে বুঝেছি অনুভবে
    তোমাকে দেখিনি কোনোদিন
তবু ও ভালোবেসেছি;
তোমাকে বুঝেছি অনুভবে-
তোমার কাছে এসেছি।
দেখি তোমার পবিত্র হাত
শুনেছি মধুর কথা;
তোমার বাণী মুগ্ধ করেছে-
আর শপথে সত্যতা।
-----
তবু ও ভালোবেসেছি;
তোমাকে বুঝেছি অনুভবে-
তোমার কাছে এসেছি।
দেখি তোমার পবিত্র হাত
শুনেছি মধুর কথা;
তোমার বাণী মুগ্ধ করেছে-
আর শপথে সত্যতা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        Abdullah Al Mamun ০২/০৮/২০১৭Sundor
- 
        সাইফ রুদাদ ৩০/০৭/২০১৭আহা! মধুময়


