এসো আজ একসাথে থাকি
    এসো আজ একসাথে থাকি
এক সুরে গাহি গান;
সব দ্বন্দ্ব-দ্বেষ ভুলে মোরা
শুদ্ধ করি মন-প্রাণ।
এসো গড়ি নতুন সমাজ
বাস করি পাশাপাশি;
চেতনায় নব পরিবেশ-
সেই সুরে ভালোবাসি।
-----
এক সুরে গাহি গান;
সব দ্বন্দ্ব-দ্বেষ ভুলে মোরা
শুদ্ধ করি মন-প্রাণ।
এসো গড়ি নতুন সমাজ
বাস করি পাশাপাশি;
চেতনায় নব পরিবেশ-
সেই সুরে ভালোবাসি।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        বিপ্লব চাকমা ১৫/০৭/২০১৭
 

তবুও কি সম্ভব টিকে থাকা সমাজে গেয়ে ঐকতান?
কবি, ভাল থাকেন।