তোমায় কিছু বলব বলে
    তোমায় কিছু বলব বলে
নিলেম তোমায় ডেকে;
হাত বাড়িয়ে কাছেতে এলে
যেমন দূরের থেকে।
সেদিন ছিল প্রণয় রাত
গোপন প্রিয়ার কথা;
তোমার তরে এনে রেখেছি
স্বপন সকল সেথা ।
------
নিলেম তোমায় ডেকে;
হাত বাড়িয়ে কাছেতে এলে
যেমন দূরের থেকে।
সেদিন ছিল প্রণয় রাত
গোপন প্রিয়ার কথা;
তোমার তরে এনে রেখেছি
স্বপন সকল সেথা ।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭
 - 
        সাইয়িদ রফিকুল হক ১৪/০৭/২০১৭বেশ তো!
 - 
        মোনালিসা ১৪/০৭/২০১৭
         - 
        অর্ক রায়হান ১৪/০৭/২০১৭ভালো।
 

অল্প ব্যথা
স্বপ্ন দেখা
ভাগ্য লেখা
প্রেম মালা
প্রেম জ্বালা।
এর নাম
ভালবাসা ।
কবি, সুন্দর হয়েছে। ভালবাসার নান্দনিক উপস্থাপন।