www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিনয়

কবিতায় কত কিছু বলি
সংগীতে আরও বলি কত;
অভিনয়ে রাজা হয়ে খেলি
বিশ্বাসে দেখেছি শত শত।

হেঁটে চলি সুদূরের দেশে
ভুলে থাকি সব স্মৃতিকথা;
সময়েতে আমি থাকি ভেসে
তোমার মাঝে দেখে থাকি তা।

এলোমেলো ও বাতাস আসে
বুকে ওঠে কতই কম্পন;
ভয় সব আড়ালেতে ভাসে
দুঃখেরা আমার যে আপন।

দূরে দূরে মানুষের দল
সুখের খবর থাকে দূরে;
মনে ভেসে আসে কোলাহল
তবু গান করি সুরে সুরে।
    ------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast