www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই চিঠি

আজ আমার দুপুরবেলা-
নানা স্বপ্নে কাটে বেশ;
ঘরের দ্বারে নানান কাজে-
নেই বুঝি তার শেষ।
গেয়ে যে উঠি কতই সুরে-
একটু যে বসে- উঠি;
হাজার খাতার মাঝে দেখি
বালক বেলার চিঠি।
স্বপনের দোরে ঘুম ভাঙে
উঠেছি দেখি চমকে;
হাজার প্রশ্ন বুকেতে বেঁধে-
গিয়েছি একটু থমকে।
কত ভাবনা স্মৃতি পর্দায়
ভাসে ছবি শত শত;
পৃথিবীর এ সকল সুখ
চিঠি মাঝে নিবেদিত।
    -----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপন গায়েন ২০/০৩/২০২০
    সু ন্দ র
  • জহির মাহমুদ ০২/০৪/২০১৭
    বাহ! বেশ লিখেছেন কবি!
  • মধু মঙ্গল সিনহা ০২/০৪/২০১৭
    খুব ভালো লাগলো।
  • শাহারিয়ার ইমন ০২/০৪/২০১৭
    valo
  • যাদব চৌধুুরী ০২/০৪/২০১৭
    জীবনের দুপুরবেলায় যখন হাজার পাতায় হাজার অভিজ্ঞতা চিঠি আকারে লিপিবদ্ধ হয়ে আছে, তখন শয়নে, স্বপনে অতীত কবিকে দোলা দেয়, অনেক নতুন প্রশ্নের সম্মুখে দাঁড় করায় l অতীত বর্তমানের ঘাত প্রতিঘাতে জীবন এগিয়ে চলে সম্মুখপানে, মন পড়ে থাকে অতীতে, দৃষ্টি সামনে, সুুরে সুুরে কবির পদক্ষেপ l কবি অন্য নানা ভাবনার সাপেক্ষে অতীত বর্তমান অভিজ্ঞতাকে কবিতায় বাঁধতে চেয়েছেন বলে আমার অনুমান, যেমনটা দিবাস্বপ্নে তাঁর চোখে ধরা দিয়েছে l কবিকল্পনা সুন্দর l
  • যাদব চৌধুুরী ০২/০৪/২০১৭
    জীবনের দুপুরবেলায় যখন হাজার পাতায় হাজার অভিজ্ঞতা চিঠি আকারে লিপিবদ্ধ হয়ে আছে, তখন শয়নে, স্বপনে অতীত কবিকে দোলা দেয়, অনেক নতুন প্রশ্নের সম্মুখে দাঁড় করায় l অতীত বর্তমানের ঘাত প্রতিঘাতে জীবন এগিয়ে চলে সম্মুখপানে, মন পড়ে থাকে অতীতে, দৃষ্টি সামনে, সুুরে সুুরে কবির পদক্ষেেপ l কবি অন্য নানা ভাবনার সাপেক্ষে অতীত বর্তমান অভিজ্ঞতাকে কবিতায় বাঁধতে চেয়েছেন বলে আমার অনুমান, যেমনটা দিবাস্বপ্নে তাঁর চোখে ধরা দিয়েছে l কবিকল্পনা সুন্দর l
  • সুন্দর মনোযোগ দিয়ে পাঠ করলাম।
    বেশ লেগেছে।।
 
Quantcast