www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছলনা

অজানা পথের দুইধারে-
ফুটে আছে কত ফুল;
কত শোভা-স্মৃতি বুকে নিয়ে
বেঁচে আছে নদীকূল।
অচিন দেশের পারে আজ-
রয়ে গেছে কত স্মৃতি;
তুমি এসে চলে গেছ দূরে-
মনেতে তোমার প্রীতি।
একদিন এসেছিলে মনে-
করতে ক্ষণিক দেখা;
নীরবযাত্রী হয়ে মনেতে
বসে আছি একাএকা।
প্রথম দেখার কালে বন্ধু
মনে ছলনা ছিলনা;
তবু সেদিনের ব্যথা- ঋণ
এ মন থেকে গেল না।
   ------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast