সমাজ
অন্ধকারের চাদোরে আজ
ঢাকা পড়ে গেছে পথ,
নেইকো আলোর খোজ
কোন খন্দে আটকে ধরমের রথ।
সুখের খোজে মানুষ দেয় হাত্ছানি
দুঃখের লাগি সব ভয়,
সুখ-দুঃখের শিকলে পড়ে বাধা
জীবন তাকে করে খয়।
আধারের চাদরে আজ যারা পড়ে আজ ঢাকা
জাদের জীবনে ফোটেনা হাসনোহানা,
সবই শুধু নুরআলজিয়ার ব্যথা
কখনও কি দেখবেনা তারা আলোর সামিয়ানা।
কাস্তে কোদাল স্ত্দ্ধ সবই
শ্রমিক সবাই রাজনিতির কলকারখানার
সাদা কালো আজ জীবনের কক্যানভাস,
সময় নেই সত্য টাকে জানার।
ঢাকা পড়ে গেছে পথ,
নেইকো আলোর খোজ
কোন খন্দে আটকে ধরমের রথ।
সুখের খোজে মানুষ দেয় হাত্ছানি
দুঃখের লাগি সব ভয়,
সুখ-দুঃখের শিকলে পড়ে বাধা
জীবন তাকে করে খয়।
আধারের চাদরে আজ যারা পড়ে আজ ঢাকা
জাদের জীবনে ফোটেনা হাসনোহানা,
সবই শুধু নুরআলজিয়ার ব্যথা
কখনও কি দেখবেনা তারা আলোর সামিয়ানা।
কাস্তে কোদাল স্ত্দ্ধ সবই
শ্রমিক সবাই রাজনিতির কলকারখানার
সাদা কালো আজ জীবনের কক্যানভাস,
সময় নেই সত্য টাকে জানার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ২২/০৪/২০১৫আপনার কবিতার জন্য অনেক ধন্যবাদ, বাস্তবতার সঙ্গে মিলিয়ে খুব সুন্দর কবিতা লিখছেন। বাঃ খুব সুন্দর।
-
রক্তিম ২২/০৪/২০১৫সত্য উঠে আসুক । আসুক দখিন বাতাস ।
-
মো ফয়সাল রহমান ২১/০৪/২০১৫Nice
-
শাহাদাত হোসেন রাতুল ২১/০৪/২০১৫ভাল লাগলো কবির লেকটা...।।
-
রানা ২১/০৪/২০১৫ভালো লেগেছে কবিতাটি। কিছু বানান ভুল চোখে পড়ছে।
চাদোরে- চাদরে
খোজে, খোজ- খোঁজে, খোঁজ
হাৎছানি- হাতছানি
খয়- ক্ষয়
এমনি আরো কিছু বানান ভুল রয়েছে।
ভালো থাকবেন।
