তাবেরী
তাবেরী-এর ব্লগ
-
তোমার ঐ গাল ভরতি দাড়ি,
লাগছে বিষণ ভারি।
মুচকি হাসও আমার পানে,
চেয়ে দুষ্টু হয়েছ খুব করি। [বিস্তারিত] -
আজি মেঘের শ্রাবণও দিনে,
জলে থৈ থৈ প্লাবনে।
খাল বিল পুকুর ডোবা,
গিয়েছে ভরে সব জমি জমা। [বিস্তারিত] -
চন্দ্রীমা রাত্র!
পাশে তোমার হাত।
দেখছ কি আনমনে,হুম!
ভাবনার অলখে দিয়েছ জল। [বিস্তারিত] -
নীলাদ্রা
কাব্য কথকের মনের সাথে রঙ হবে,
আকাশ ছিঁড়ে একটু খানি নীলের ভিড়ে
মেঘ হয়ে উঁকি দেবে। [বিস্তারিত] -
কুয়াশার শিশির ভেজা প্রহর,
নিদ্রাহীন রাত্রি ।
নিঃশ্বাসের ধোয়া ভাসে কথার মাঝে,
তারাদের বহরের যাএী। [বিস্তারিত] -
২৩/১২/১৬
গাছের পাতায় রুক্ষ শুষ্ক ব্যাথায়,
তোমার চড়াচড়ি।
আঁখির পাথার বহে, [বিস্তারিত] -
১৭/০৩/১৭
মায়াবিনী
প্রভাতের গুঞ্জনে,
সূর্যের আমন্ত্রণে। [বিস্তারিত] -
আকাশ নীলে সাদা মেঘের ঝুপ,
মধ্যদুপুর মন খারাপের রুপ।
এত দেখি রুজি আনাগোনা,
শেওলা মাঝে ধুপের দোনা। [বিস্তারিত] -
কষ্ট দেখবে আকাশের মত,
সাদা তুলোর কষ্ট।
রোদ্রহীনা মেঘের ভায়ে,
রুক্ষ পৃথিবীর কষ্ট। [বিস্তারিত] -
১২/১২/১২
গেছে চলে অনেক দিন পেছনে,
কবে কার সবুজ মাঠের কথা।
ধানের সরু পথে হেলে দুলে চলা, [বিস্তারিত] -
কত শতকে কত বসন্ত এসেছে,
এ ধরার আগিনায় জানও।
নিকস কালো আধারে গঞ্জনার
তীব্র আতর্নাদ শুনেছ, [বিস্তারিত] -
ও আমায় রাখবে বাবুই পাখির ,
বাসায় চড়ুই পাখির মত।
নিতর দেহ পাজর মাঝে,
শতজনম ও যে রাখবে পুরে। [বিস্তারিত] -
আশাময়ী আলোর মাঝে,
ওগো তোমরা যাচ্ছ কোথায়?
এত ভোরে ........,
গানের সুরে নগ্ন পায়ে, [বিস্তারিত] -
তোমারই অবহেলায় একদিন,
কেঁদেছিল পাঁজর অঝরে,
রুক্ষ কথায় ঝরজরিত হয়েছিল মন
তুমি দিলে পর করে। [বিস্তারিত] -
রক্ত রঞ্জিত পাজর
এক মায়ের অশ্র নীড়ে ডেউ,
আরেক মায়ের রিক্ত চোখ,
ঘৃণা সন্তানের কর্ম কাহনে, [বিস্তারিত]