www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম নয় এক অন্তর্গত বোধ

- suman
একযুগ বা আরো কিছুটা বেশী সময় একটু দীর্ঘ তাই না ?
আমিও দৈনন্দিনে হারিয়ে যাওয়া- খেইহারা মানুষ...
তোমার সাথে আবার দেখা হয়ে গেলো
আমাদের সন্তানরা হল্লা করে বেড়াচ্ছে চারদিকে ...
স্মৃতির মাঝে একেবারে হারিয়ে যাওয়া তুমি
একে একে প্রিয় ভাই-মা সবাই -
একেবারে চলে গেলো অসময়ের মধ্যে আমাকে একলা ফেলে ---
সেই একযুগ আগে তোমার সাথে রাত জেগে রাজনীতি-দর্শনের নির্দোষ আলোচনা
মফস্বলের কম আলো অল্পেতে অনেকরাত...
মায়ের সতর্ক গলা..."ইপ্সিতা"...যার অর্থ কেবল মা-মেয়েরই জানা ...
আমাদের আলোচনা তখন মধ্যগগনে---
যুক্তি-পাল্টা যুক্তির খেলা...
আমিও একমূহুর্ত দেরী করিনি
বাধ্যমেয়ের মতো উঠে পড়ি ।
এতোদিন পরে তুমি আমাকে খুঁজে বের করলে -
ঠিক যেইখানে একযুগ আগে আমাদের আলোচনা শেষ হয়ছিলো
ঠিক সেইখান থেকে শুরু করলে তুমি...
এও কি সম্ভব ?
আমার অন্তর্গত বিস্ময় আমাকে কেবল অভিভূত করে ...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লিখেছেন।তবে আমি গভীরত্ব কম বুঝি বলে বেশী গভীরে প্রবেশ করতে পারলাম না।
    • suman ২৭/১০/২০১৩
      কবি
      অজস্র ধন্যবাদ

      কবি
      আমার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ...মানুষের জানার তৃষ্ণা দেশ-কাল- পাত্রের উর্দ্ধে...এই তৃষ্ণাকে highlight করতে চেয়েছিলাম ...ভালো থাকবেন ...সাথে থাকবেন ...
  • আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
    ওয়াও !
    দারুণ !
    শেষ থেকে আবার নতুন করে ...না না নতুন বলছি কেন, সেই থেকেই আবার শুরু...

    আমার আমাদের লক্ষণ রেখা কবে যে অতিক্রম করে নিজেদের মতো করে মুক্তির স্বাদ নিতে পারবো ?!

    মায়েদের দুশ্চিন্তা, সমাজের চোখে হেয় হয়ে উঠা...এসব থেকে আদৌ মুক্তি মিলবে কি না জানি না...তবে আমাদের স্মৃতিগুলো দারুণ করে আমাদের মাতিয়ে রাখে...রেখে দেয় আলগোছে মনের গহীনে...সেখান থেকে ফুরুৎ করে বেরিয়ে জানান দেয়, এই তো সুমন দেখো...আমি আছি কিন্তু...

    ---------
    গতকাল সারাদিন প্রচন্ড ব্যস্ততায় শুধু পোস্ট পাবলিশ করে ভেগেছি ।
    আজকে কিছুটা চেষ্টা করলাম পছন্দের ব্লগটিতে সময় দিতে ।
    আর সেই সাথে আপনার দারুণ একটা লেখাও গরম গরম পেয়ে গেলাম...দিনটা ভালোই কাটবে মনে হচ্ছে ।

    অনেক শুভেচ্ছা, প্রিয় সুমন ।।
    • suman ২৭/১০/২০১৩
      আপনাকে নতুন করে বলার কিছু নেই ...তার উপরে আমার লেখা সাদামাটা...সরল-বোধগম্য .....আমার এক বন্ধু এই সরল প্রকাশ নিয়ে খুব হাসতো ...যাক সে কথা ...আজ আপনার দুটো লেখাই অপূর্ব সুন্দর ...এমন লেখারবিশেষ প্রয়োজন আছে ...আমি অবশ্য সম্পর্ক বর্ণনায় অনেক ক্ষেত্রে engender perspective এ বিশ্বাসী ...মানুষ বুঝে নিক কোথায় তার আচরনগত ভুল হোচ্ছে ...আসলে কি অপরাধীরা তাদের ভুল/অন্যায়গুলো বুঝতে চায়? ভোগে ভালো মানুষ ...ভালো মানুষ তৈরীর দায়ীত্ব আমাদের ...নয় কি ???
      • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
        হ্যাঁ, দায়িত্ববোধ তো এসেই যায় ।
        নিজেকেও ভালো মানুষ হিসেবে তৈরী করার পাশাপাশি আমার চারপাশের মানুষগুলোর প্রতিও দায়িত্ব রয়েছে আমারই ।

        ভাবনায় সাধুবাদ রইল, প্রিয় সুমন ।।
    • আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
      'আমরা' লিখতে যেয়ে 'আমার' লিখে ফেলেছি...কী যে সব ভুল করি...!
      অনুগ্রহ করে বুঝে নিবেন ।।
 
Quantcast