www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয়ের স্বাদ

বিজয়ের স্বাদ

আমি বড়ই অভাগা
৭১এর হয়নি কেন জম্ম আমার!
আজো ও সমাজ খুজেঁ বেড়ায় মুক্তির স্বাদ!

শুনেছিলাম ৭১এর দিনগুলো
জলন্ত অগ্নি দহনের ভয়ানক রাত্রি ছিলো।

তবু তো মানুষ গুলো ছিলো একাকার,
দেশ রক্ষা করার অঙ্গীকার।

দিবারাত্রি আজো ও মিছেমিছি শুনি রাজাকারদের মুখে মুক্তির যুদ্ধের চেতনা বাণী।

হন্যে হয়ে ঘুরছে মানুষ
চাকরি হতে হলে মুক্তিযুদ্ধের
লাগবে কাগজ!

তার পর তো দেশের যুবক
চত্বরে চত্বরে বলে যায়
রাজাকার ফাসিঁ চায়,

স্লোগানে,স্লোগানে,
ভরে যায় যুদ্ধাপরাধীদের বিচার চাই।
বিদেশ থেকে হুমকি আসে!!!
যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করো?

নপুংসকের কথা বিদ্রোহ জাগে!
মুক্তি যুদ্ধার বুকে লাগে।

দেশনেতার ডাকে একদিকে
যখন সারাদেশে চলছে আন্দোলন
অন্যদিকে দিবারাত্রি দেশের আনাচে কানাচে বর্বরের দল
ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা
তোদের বুকে নয়,
লেগেছিলো আমার মায়ের বুকে

বনপোড়া হরিণীর মতো
আর্তনাদ করে,
বুক থেকে অবিরল রক্ত ঝরা
যখন মানুষ মারছে তারা।

আমার মাজননী,
আদর মাখা আদরীণি,
ইজ্জত যখন কেড়ে নিল,

শাষন করা পিতা,
বন্ধু ভরা ভাই,
স্বজন প্রিয় বন্ধন,
রক্তের স্রোত ধারা
বয়ে গেল,
স্বার্থবাদী বিদেশীরা-
তখন কোথায় ছিলো???

গর্ববোধ করি
আমি একজন বাঙালি।

সবার দেশের সেরা দেশ
জাতী,বর্ণ,নির্বিশেষ
মোদের সোনার বাংলাদেশ।

বাংলা আমার ভাষা
বিদ্রোহী নজরুলের মতো
বলতে চাই
ভিক্ষা আমরা নহে-
অধিকার চাই।

৭১এর চেতনায়,
মাথা উচুঁ করে বাঁচতে চাই।

সব জাতীর একটাই আশা
বিজয়ের স্বাদে স্বাধীন হয়ে বাচাঁ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast