www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধুর সংকট

আজকাল খুব পড়ছি আমি মধুর সংকটে
এ ছেলে কয়- বউ রেধেছে টেংরা মাছের ঝোল
বেগুন ভাজি, কচুর লতি বাজার থেকে আনছি কিনে
হাড়ি ভর্তি খেজুর রস আর ঘোল।
ও ছেলে কয় – দেখ রে শালা
বউ আমার নাই একটু কালা
রাঁধে ভাল, মা খাবে আজ আমার ঘরে
শিং মাছ আর উস্তা ভাজি খাওয়ার পরে
আরও আছে ঘরে পাতা দই।
আমি বলি- আমার সুখের সীমা কই?

এ ছেলে আজ নতুন কেনা শাড়ি দিল
যেই পরব অমনি ওটা চিলের মত আসল উড়ে
দিল পরার ল্যাঠা চুকে, বলল তেড়ে বাজিয়ে তুড়ি
দেখরে শালার রুচি- ওইটা কোন কালার হল?
মা আমার কি অশীতিপর বুড়ি?
বাজার থেকে আনব কিনে
মেরুন রঙা আর লাল পেড়ে এক শাড়ি।
আমি বলি- আনরে বাছা, সাথে একটা ঘুঙুর আনিস
একটু পরে নাচি।

মাগরিবের আজান পরে নামাজ শেষে
তসবি জপে জায়নামাজটা যেই রেখেছি
এ ছেলে কয়- লক্ষ্মী মা, আমার সাথে চল
সিরিয়ালটা হইছে শুরু, এই বুঝি মিস হল।
ও ছেলে বেজার চোখে বলছে শেসে
ভাগ তুই- তোর ঘরের দুই ঘ্যানঘ্যানানি
বেজায় পাঁজি-করে রিমোট নিয়ে টানাটানি
মা আমার শান্তিপ্রিয় শান্ত করে বসে
খাবে মুড়ি দেখবে টিভি সকল চ্যানেল চষে।
আজ আমি যে পড়েছি এক মধুর সংকটে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast