www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনোমোহিনী বেদনা

সব গিয়েছে, শুধু আছে বাকি - মনোমোহিনী বেদনা ।
যে যাবার সে চলে গেছে – আমায় সর্বহারা করে গেছে ,
দু-কূলই ভেসে গেছে , সকাল-দুপুর-রাত্রি গেছে,
আশার সাথে ভাষা গেছে - বাঁশি গেছে, হাসিও গেছে
চেতন, অবচেতন সবই গেছে
তাতে হয়েছে কি?-
এইটুকুতো রেখে গেছে- আমার ভুল প্রেমের যন্ত্রণা
ওরে মনোমোহিনী বেদনা ।


ও না হয় সব নিলো-
কেড়ে নিলো,নিংড়ে নিলো, ভুলিয়ে নিলো, খেলিয়ে নিলো,
কুড়িয়ে নিলো, হাতিয়ে নিলো, দেখিয়ে নিলো, লুকিয়ে নিলো,
আমার গড়া স্বপন ভেঙ্গে নিলো - সকল দুয়ার খুলে নিলো ।
যতই নিক,
সব নিলেও, একটু আছে – আমার চির অভূক্ত বাসনা
ওরে মনোমোহিনী বেদনা ।

কাঁদছি আমি? কী করব বল-
কান্না ছাড়া আর যে কিচ্ছু নেই-
আমার সেই মানবী নেই,
তাই স্বপন-দেখা হৃদয়টা নেই, তিমিরনাসা সকালটা নেই,
পরানে শান্তির বাকবাকুম - আর এই জনমে নেই।
নাইবা থাকুক- আছে কিন্তু দগ্ধ প্রেমের সাধনা -
ওরে মনোমোহিনী বেদনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • সহিদুল হক ২১/০৯/২০১৩
    বেদনাও কবির ভাবনায় মনোমোহিনী হয়,বেশ।
  • Înšigniã Āvî ২১/০৯/২০১৩
    ভাল লাগল
 
Quantcast