উৎস
    এখানে মৃত সভ্যতার সাথে এখনও প্রেম হয় ,
কোকিলের কণ্ঠে বাধানো যত গোলাপের শেষ আত্নহুতি ;
মায়েরা কখনও ব্রাত্য নাটকীয় সময়ের হাতে ,
খবর ক'জন রাখে দুর্দিনের সংকেতে ;
যা কিছু আজ মৌখিক ,সবই অভিনয় ,
কচি পাতার মতো নীরবতা শুধুই প্রাসঙ্গিক ।
কোন দুর্বলতায় মেতে উঠে সাবলীল অত্যাচারী,
গোপনে , প্রকাশ্যে এতো হানাহানি -
ওরা পাষাণ , ওরা ভীত , ওরা সকল পাপের কাণ্ডারি ;
এখানে প্রেমের প্রাসাদ গড়া হয়,
এবার দূর হবে বিরহের যত নিঃশেষ গ্লানি ।
কোকিলের কণ্ঠে বাধানো যত গোলাপের শেষ আত্নহুতি ;
মায়েরা কখনও ব্রাত্য নাটকীয় সময়ের হাতে ,
খবর ক'জন রাখে দুর্দিনের সংকেতে ;
যা কিছু আজ মৌখিক ,সবই অভিনয় ,
কচি পাতার মতো নীরবতা শুধুই প্রাসঙ্গিক ।
কোন দুর্বলতায় মেতে উঠে সাবলীল অত্যাচারী,
গোপনে , প্রকাশ্যে এতো হানাহানি -
ওরা পাষাণ , ওরা ভীত , ওরা সকল পাপের কাণ্ডারি ;
এখানে প্রেমের প্রাসাদ গড়া হয়,
এবার দূর হবে বিরহের যত নিঃশেষ গ্লানি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        শিমুদা ১৮/০৮/২০১৪
- 
        শুভ্র ১৮/০৮/২০১৪তারণ্যে অভিনন্দন প্রিয় কবিবন্ধুবর
 এখন থেকে আপনাকে যে কাজ গুলো করতে হবে-
 ১।আসরে নিয়মিত থাকতে হবে ।
 ২। নিয়মিত গঠন মুলক চিন্তা ধারায় কবিতা তৈরি করে পোষ্ট করতে হবে ।
 ৩।একটা কবিতা পোষ্ট করে ৫০ টি কবিতা পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে ।
 ৪। সবার পাতায় হাঁটতে হবে ।
 ৫।কবিতা পাঠ করার পর ঐ কবিতার সারাংশ তুলে এনে ভালো মন্দের বিচার করে মন্তব্য করতে হবে।
 ৬।মন্তব্য করার সময় খেয়াল রাখতে হবে ঐ লেখক যেন মনে কষ্ট না পায় ।সেই দিকে খেয়াল রাখতে হবে ।
 ৭।এডমিন এবং আসরের নিয়ম কানুন মেনে চলতে হবে ।
 দেখবে এক বছর নিয়মিত থাকলে আপনি যোগ বিয়োগ মিলিয়ে দেখিবেন কত টা একটিভ হয়ে গেছো আপনি ।
 অনেক ভালোবাসা জানবেন । থাকুন কবিতায়নে ।


 
        
    
    
        
        
        
ভাল লাগল