সুব্রত ঘোষ
সুব্রত ঘোষ -এর ব্লগ
- 
        
        এখনও যোগ্যতা আনা যায়নি ভালোবাসায় , 
 ভোরে নূতন ফুলের মত ওর মুখ দেখি পাতায় পাতায় ;
 কথা বলা অপরাধ এখানে , নীরবে দেখে যাও যত কাপুরুষতা ,
 পাখীর ঠোঁটের বর্ণহীনতায়। [বিস্তারিত]
- 
        
        ঐ পুষ্প বিলাসী চোখে আমার নিঃশ্বাস হামাগুড়ি দেয় , 
 যে আঁতুড়ঘরে একান্তই আমার তুমি ;
 একটানা পূরবী হওয়ায় তোমার সুভাস -
 যত মাতাল সমুদ্র শুকায়, হৃদয়ের বাঁকে ; [বিস্তারিত]
- 
        
        তোমার শব্দ চোখ আমার চেনাছিলো 
 একদিন, কিন্তু আজ সব অভিমান হয়ে
 দাঁড়িয়ে শুধুই তোমার কথা বলে ।
 সময় গড়িয়েছে রাশি রাশি , [বিস্তারিত]
- 
        
        আমি নিষ্প্রদীপ শূন্যতায় থাকি , 
 তোমার মতো কষ্টে ;
 রঙিন সব শব্দ সম্ভার আরও কঠিন ,
 যেখানে তোমার পদধূলি জ্বলে ছারখার হয় ; [বিস্তারিত]
- 
        
        অনাথ বনের ছায়ায় সব রামধনু 
 নেমে আসে, সমুদ্রের গর্জনের মতো ,
 কি আছে অন্ধকারে ঐ মেঘের ভিড়ে -
 শুষ্ক পাতায় যেমন লেগে থাকে , [বিস্তারিত]
- 
        
        এখানে মৃত সভ্যতার সাথে এখনও প্রেম হয় , 
 কোকিলের কণ্ঠে বাধানো যত গোলাপের শেষ আত্নহুতি ;
 মায়েরা কখনও ব্রাত্য নাটকীয় সময়ের হাতে ,
 খবর ক'জন রাখে দুর্দিনের সংকেতে ; [বিস্তারিত]


