www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়টা একদিন আমাদেরও ছিলো

সময় একদিন আমাদেরও ছিলো;
টিএসসি'র্ খোলা প্রান্তরে
তারা গুনে কেটেছে কত রাত,
এক কাপ চায়ের সাথে, নিকোটিনের কড়া ধোঁয়া,
পাবলিক লাইব্রেরীর চক চকে সিঁড়ি,
বকুল তলায় আ'মরি বাংলা ভাষার গান,
৯০ এর অগ্নিঝরা আবৃত্তি ,
খন্ড খন্ড মিছিলের জোয়ার
মধু দা'র 'মধুর ক্যান্টিন'
রোকেয়া হলের গ্রাম্য সরলতা মেয়েটির
হাত ধরে অচেনা পথে যাত্রা।
কখনো পুরনো বইয়ের দোকান,
বই মেলা, শাহবাগ চত্ত্বর, যাদুঘর পেরিয়ে
কবি নজরুলের মাজারে দিন-মাস-বছর!

তোমাকে নিয়ে কখনও-
নীলক্ষেতে পুরনো উপন্যাসের পাতায়,
রেজিষ্ট্রার ভবনের ফাঁকা প্রান্তরে,
পলাশী থেকে ধানমন্ডি
ধানমন্ডি থেকে চিরচেনা গভীর রাতে
জগন্নাথ হলের পূর্ব বাড়ীতে!

সময়টি এখন আর নেই হাতে-
তোমার সাথে চলেছি আজ,
রেখে হাতে হাতে এ প্রভাতে।

১১/১১/২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইসমাত ইয়াসমিন ১৪/১২/২০১৩
    কবিতাটি পড়ে ফিরে গেলাম ঢাকা ইউনিভার্সিটির সেই দিঙ্গুলিতে, টি এস সি, হাকিম চত্বর, প্রিয় রোকেয়া হল, ডাস, লাইব্রেরী, অপারাজেয় বাংলা। কলাভবন,পলাশী, নীলক্ষেত, কতদিন যায়নি সেই চেনা জায়গা গুলোতে। আসলেই সময় টা একদিন আমাদের ও ছিল।
  • সুখেন্দু মাইতি ০৩/১২/২০১৩
    খুব সুন্দর হয়েছে !
    সুবীর বাবু আমাকে একটু হ্যেল্প করতে পার ?
    আমার বাংলা কবিতা আসরের পাসওয়ার্ড ভুলে গেছি ,
    আর লগইন করতে পারছি না ।
  • Înšigniã Āvî ০১/১২/২০১৩
    মন কেড়ে নেওয়া লেখা
 
Quantcast